আমাদের কথা খুঁজে নিন

   

জোড়াতালির ভাঙ্গা সংসার



দেখা হলো মেলাতে স ব শেষ বেলাতে আগে কেন হলোনা, একটু কিছু বলোনা! তুমি ছিলে যেখানে আমিও তো সেখানে দেখছিলে লাল শাড়ী আমার চোখে গাড়ী। ছোটদের দোকানে যায় নাতো ঢোকা যে কি করি তাই ভাবি মেটাতে তার দাবী। হাত থেকে যে ছুটে খোকা যেয়ে জুটে পিছু থেকে জাপটায় ও সামনে তাকায়। অবাক হই সেকি খোকা করলো একি তোমাকে যে পেলো কিভাবে সে গেলো! জানে নাকো সেতো এই বাবাকে পেতো চলতাম মনের মতো ভুল মোদের না হতো। ছোট সুখের সংসার হাসিখুশী পরিবার দুইদিকে দুইহাতে পেতো বাবা-মাকে। ভাংগা ঘরে ছেলে কিছু কি তার মেলে সে যাই পায় খালি শুধু জোড়াতালি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।