আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক চিঠিঃ (বিরাম চিহ্নের ভুল ব্যবহার)

আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদ(সঃ) আল্লাহর রসুল। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। এই পৃথিবীতে যত নিয়ম বা তরিকা আছে, তার মদ্ধে একমাত্র হুজুর (সঃ) এর তরিকায় শান্তি ও সফলতা।

“ওগো আর কত দিন বিদেশে থাকবে? এই কি ছিল তোমার কপালে আমার পা ? আরো ফুলে গেছে উঠান, জলে ডুবে গেছে খোকা। স্কুলে যেতে চায় না ছাগল ছানাটা।

ঘাস খেয়ে ঘুমাচ্ছে তোমার বাবা। অসুখে ভুগিতেছে বাগানটা। আমে ভরে গেছে ঘরের চাল। স্থানে স্থানে ফেটে গেছে গাভির পেট। দেখে মনে হয় বাচ্চা দেবে নুরুর বাপ।

রোজ আধ শের দুধ দেয় রাখাল। রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছে ছাগল ছানাটি। সারা দিন লেজ নেড়ে খেলা করে বড় খোকা। দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে নুরুর বোন। প্রসব বেদনায় ছটফট করছে সবুজের ছোট দুলাভাই।

বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে ডাক্টার। সাহেব এসে দেখে গেছেন। তুমি শিঘ্রই বাড়ি আসিবে না। আসিলে অত্যন্ত দুঃখিত হইব। ” সঠিকঃ “ওগো আর কত দিন বিদেশে থাকবে? এই কি ছিল তোমার কপালে ? আমার পা আরো ফুলে গেছে, উঠান জলে ডুবে গেছে।

খোকা স্কুলে যেতে চায় না। ছাগল ছানাটা ঘাস খেয়ে ঘুমাচ্ছে। তোমার বাবা অসুখে ভুগিতেছে। বাগানটা আমে ভরে গেছে। ঘরের চাল স্থানে স্থানে ফেটে গেছে।

গাভির পেট দেখে মনে হয় বাচ্চা দেবে। নুরুর বাপ রোজ আধ শের দুধ দেয়। রাখাল রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছে। ছাগল ছানাটি সারা দিন লেজ নেড়ে খেলা করে। বড় খোকা দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে।

নুরুর বোন প্রসব বেদনায় ছটফট করছে। সবুজের ছোট দুলাভাই বার বার অজ্ঞান হয়ে যাচ্ছে। ডাক্টার সাহেব এসে দেখে গেছেন। তুমি শিঘ্রই বাড়ি আসিবে। না আসিলে অত্যন্ত দুঃখিত হইব।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।