আমাদের কথা খুঁজে নিন

   

ঢালিউডের ইতিহাসের সর্বকালের সেরা কমেডি মুভি..বাংলার কিংকং...নায়িকা মুনমুন..বেচারা কিংকং!!!!



আমার কান্না পাচ্ছে.......আমার অতি প্রিয় চরিত্র কিংকং এর দু:খে আমি কানতেই আছিতাকে অত্যন্ত ভারী একটা জিনিস তুলতে হবে( আটার বস্তা)...এ জন্য কিংকংকে ভারোত্তলনের প্র্যাকটিস করতে হয়েছে..... জি...আমি বাংলার কিংকং ছবির কিংকং এর কথা কইতাছি.......পরিচালক ইফতেখার জাহান কি বাংলাদেশে কোন চিকনা নায়িকা খুইজা পাইলো না.....নায়িকা হিসাবে মুনমুনরে নিলো একবার কিংকং এর কথা ভাবলো না......ঐ হালার হৃদয়ে কি কোন দয়া মায়া নাই......ও কি কোন দিন কোন আটার বস্তা তুইলা দেখে নাই... তয় কিংকং এর দু:খে কিছুক্ষণ কান্নার পরে আবার হাসিও আসতাছে...... কারণ শেষ পর্যন্ত ঢালিউডে একটা কমেডি ছবি নির্মাণ হইতাছে.... পোস্টার দেইখা হাসতেই আছি....। ঐখানে যে সাপের ছবি দেখাইছে ঐটা দেইখা হাসতেই আছি.....কিংকং এর মুখোশ ঐটা আরেক আজিব কমেডি আমরা বন্ধুরা সবাই মিলা সিদ্ধান্ত নিছি যে সবাই মিলা ঐ ছবি দেখতে যামু অনেকদিন যাবত হাসির মুভি দেখি না......তয় একটা কথা মুনমুন নাচা শুরু করলে ত ভূমিকম্প শুরু হইতে পারে এই টেনশনেও আছি.....। কাহিনী সংক্ষেপ:মুনমুন সহ কয়েকজন অভিযাত্রী বনে অভিযানে যায়...সেইখান থিকা মুনমুনরে খাদ্য মনে কইরা(আটার বস্তা) কিংকং অপহরণ কৈরা নিয়া যায়....নিয়া যাইয়া কিংকং ত পুরা টাসকিত...আরে এইডা ত আমার মতই দেখতে আমার মত দেহ( পুরা আস্ত হাতী)..হয়ত শহরে থাইকা ফেরেন লাভলি মাইখা এই একটু ফর্সা হইছে আরকি...তখন কিংকং মুনমুনরে নিজের ধবল প্রজাতি ভাইবা ভালা পাইয়া হালায়....ঐখানে কোন রোমান্টিক সিন আছে কিনা আল্লাহ্ই জানে..বাংলা ছবিতে সবই সম্ভব..থাকলে আমি দেখুম না..ঐ সিনের কথা মনে পইড়া আমার গায়ে সির সির অনুভূতি হচ্ছে.....তারপর..থাক আর কমু না..বাকিটুকু হলে যাইয়া দেইখেন..... বি:দ্র: কমেডি মুভির পাংখা যারা তারা সপরিবারে..সবান্ধবী সহ(প্রেম ভাংগা গেলে আমি দায়ী না) হলে গিয়ে দেখতে পারেন..বিনোদিত না হৈলে টিকেটের মূল্য ফেরত( আমারে পাইলে ত) আর ভূমিকম্পে (মুনমুনের নৃত্য) আপনাদের কোন ক্ষতি হৈলে আমি দায়ী না......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.