আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের বিমান বন্দরে ভারতের স্কাই মার্শাল নিয়োগ প্রসঙ্গে।



ভারত এ বছররের প্রথম দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিমান বন্দরে স্কাই মার্শাল নামে এক নিরাপত্তা বাহিনী নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক ভাবে যেকোনো আন্তর্জাতিক মানের বিমান বন্দরে কঠোর নিরাপত্তা দেওয়া জরুরী। যাতে কোনো ভাবেই কোনো ধ্বংসাত্বক হামলা, বিমান ছিনতাইক জঙ্গি হামলা কেউ চালাতে না পারে। এক্ষেত্রে দেশের নিরাপত্তা বাহিনী গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। অন্যান্য দেশ কি করছে না করছে তা না ভেবে নিজের দেশের কথাও ভাবতে হবে।

বেসরকারী বিমান চলাচল ও পর্যটন সচিব যা বলতে চাচ্ছেন, তাতে মনে হলো বাংলাদেশ স্কাই মার্শাল নিয়োগকে ইতিবাচক ভাবে দেখছেন। তাহলে আমাদের দেশে নিরাপত্তা বাহিনী কি বিমান বন্দর নিরাপত্তা দিতে ব্যর্থ হলেন? একটা প্রশ্ন আসবে। সেহেতু স্কাই মার্শাল নিয়োগ সরকারকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমরাও বিমান বন্দরগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার পক্ষে। আর যদি নিয়োগ দিতেই হয় তাহলে স্কাই মার্শাল এ বাংলাদেশের সদস্য নিয়োগ দিয়ে তারপর নিয়োগ দেওয়া উত্তম বলে মনে করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.