আমাদের কথা খুঁজে নিন

   

'অভ্র'কে নিয়ে আমার বিগত, অদ্য আর আগত.....

নির্লীপ্ত দু
আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন যারা 'অভ্র'কে নিয়ে লিখেছেন (অসম্ভব ভারী ভারী কথন), সমর্থন করেছেন , সাহস যুগিয়েছেন সামনে এগুনোর জন্য। ভাষাকে উন্মুক্ত করার সোচ্চার ধ্বনীতে এক সময় বিগত সময়কার কম্পিউটারের বাংলা লিখার পথিকৃত বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়ে নিজের করা উক্তির সত্যতা প্রমানে উদ্দমী হোন। যার প্রতিবাদ করতে বর্তমান সময়কার এক স্রস্টা (কম্পিউটার লেখনি) তৈরী হচ্ছেন যদিও এখনো তা ওপেন সোর্স নয়। তবুও আমরা এক মিথ্যাচারের প্রতিবাদে প্রতিবাদী হই। আর মনে পড়ে যায় সেই সময়কার কথা, যেমন একবার হয়েছিল '৫২তে তা এখন আন্তর্জাতিক স্বিকৃতী পেয়ে বিশ্বের দোরগোড়ায় সমাসীন।

আসলে বর্তমানের ভাষা নিয়ে কাঁদাছোড়াছুড়িতে মন খুব বিক্ষিপ্ত হয়। তাই কিছু দিন আগে সাহস করে একটা সিন্ধান্ত নিয়ে ফেলি। আর তা বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের অনুপ্রেরনায় সামান্য অবদান রাখবার জন্য অনুপ্রানিত হই। তারপর হুনারমন্দ ভাই এর ডিজাইন আর মেহেদী ভাই এর বক্তব্য শুনে বাস্তবায়ন করি। ফলশ্রুতিতে অদ্য স্বপ্ন কথক এর সমস্বর ধ্বনিত হয়, বাংলার উচ্চতম পাদপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শোনা যায় ভাষাকে উন্মুক্ত করবার দাবী।

সেই সুবাদে সামুতে একটা গ্রুপ করা হয় যেখানে আমরা অভ্র সৈনিকরা একত্রিত আছি। অনেক সংবাদপত্র এখন সোচ্চার এই ব্যাপারে যার মধ্যে এইটা একটা । অভ্র নিয়ে মেহেদি ভাই এখানে কিছু বলেছেন। আমরা অভ্র সৈনিকরা তাকে এবং ভাষা উন্মুক্ত করার দাবীতে, ওপনে সোর্স করার দাবী নিয়ে সামনের পথ চলায় যেন অগ্রসর হতে পারি আর নতুনের আহ্ববানে সাড়াদিতে মানব বন্ধন কর্মসূচী এবং আরো কিছু নতুন ডিজাইনের টি-শার্ট তৈরী করার মনোবাসনা নিয়ে আপনাদের দ্বারস্ত হলাম আবার। আরও কিছু ডিজাইন এখানেও আছে যেখান থেকে আপনারা পছন্দ করতে পারেন।

আর এইটা তৈরী করা হয়েছে এগুলো আসবে... রংমহল এর লিংক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।