আমাদের কথা খুঁজে নিন

   

অভ্রকে কারণ দর্শাতে বলেছে কপিরাইট অফিস



সূত্র: দৈনিক প্রথম আলো বাংলা লেখার বিনামূল্যের সফটওয়্যার অভ্রের বিরুদ্ধে পাইরেসির অভিযোগ এনেছেন বিজয় সফটওয়্যার ও কিবোর্ডের স্বত্বাধিকারী আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার। অভ্র সফটওয়্যারে যুক্ত ইউনিবিজয় কিবোর্ডে মোস্তাফা জব্বারের প্যাটেন্ট করা বিজয় কিবোর্ড লে-আউট অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে, যা মেধাস্বত্বের লঙ্ঘন—কপিরাইট অফিসে গত ২৫ এপ্রিল এই অভিযোগ আনেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভ্র সফটওয়্যারের নির্মাতা অমিক্রন ল্যাবের প্রতিষ্ঠাতা মেহ্দী হাসান খানকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলে ২৯ এপ্রিল চিঠি দিয়েছে কপিরাইট অফিস। মেহ্দী হাসান খান এই চিঠি পান ২ মে। তিনি এখন আইনজীবীর সহায়তায় এ চিঠির জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

রেজিস্ট্রার অব কপিরাইট (উপসচিব) মো. মনজুরুর রহমানের সই করা চিঠিতে মোস্তাফা জব্বারের অভিযোগের ভিত্তিতে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব উপযুক্ত প্রমাণাদিসহ মেহ্দী হাসান খানকে দিতে বলা হয়েছে। অন্যথায় কপিরাইট আইন ২০০০ (২০০৫ সালে সংশোধিত) অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেউল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে গতকাল সোমবার মো. মনজুরুর রহমান প্রথম আলোকে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে চিঠিটি পাঠানো হয়েছে। এই অভিযোগের ব্যাপারে মেহ্দী হাসান খানের জবাব সন্তোষজনক হলে অভিযোগটি বাতিল হয়ে যাবে। যদি জবাব সন্তোষজনক না হয় তবে দুই পক্ষকে নিয়ে শুনানির আয়োজন করা হবে।

সেই শুনানির ভিত্তিতে কপিরাইট অফিসের দেওয়া সিদ্ধান্ত কোনো পক্ষ মেনে না নিলে বিষয়টি কপিরাইট বোর্ডে যাবে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা এই বোর্ডে আবার শুনানি হবে। বোর্ডের রায় কোনো পক্ষ মেনে না নিলে বিষয়টি মীমাংসার জন্য হাইকোর্টে নিয়ে যেতে হবে। মেহ্দী হাসান খানের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি আইনজীবীর মাধ্যমে যথাসময়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমরা আমাদের যুক্তি ও অবস্থান তুলে ধরব।

’ মোস্তাফা জব্বার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ‘ইন্টারনেটে http://www.omicronlab.org নামের একটি ওয়েবসাইটে অভ্র নামক একটি বাংলা সফটওয়্যার ডাউনলোডের জন্য রাখা হয়েছে। এতে যে ইউনিবিজয় নামে একটি বাংলা কিবোর্ড লে-আউট অন্তর্ভুক্ত আছে সেটি তাঁর কপিরাইট, প্যাটেন্ট ও ট্রেডমার্ক করা বিজয় কিবোর্ডের মেধাস্বত্বের লঙ্ঘন। ’ তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, ‘এই সফটওয়্যারটির নির্মাতা ও তার সহযোগীরা বিভিন্ন ব্লগে এ বিষয়ে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, মানহানিকর, অশ্লীল, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। ’ মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, ‘সফটওয়্যার শিল্পের বড় বিষয় হচ্ছে মেধাসম্পদ। এর সংরক্ষণ জরুরি।

অমিক্রনের ওয়েবসাইটেই বলা হয়েছে, ইউনিবিজয় বিজয় কিবোর্ডের মতো। সাইটে লেখা আছে “ইউনিবিজয় (৯৯% ম্যাচ উইথ পপুলার বিজয় কিবোর্ড লে-আউট)”। ’ প্রসঙ্গত, মোস্তাফা জব্বার গত ৪ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় ইন্টারনেটে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার অভ্রকে পাইরেটিড সফটওয়্যার হিসেবে উল্লেখ করেন। এরপর ১৬ এপ্রিল থেকে বিভিন্ন বাংলা ব্লগসাইটে স্বতঃস্ফূর্তভাবে ব্লগাররা এই বক্তব্যের বিরুদ্ধে লেখালেখিকরতে থাকেন। তিনটি ব্লগসাইট অভ্রের পক্ষে সরাসরি অবস্থান নেয়।

এরপর মোস্তাফা জব্বার কপিরাইট অফিসে মেহ্দী হাসান খানের বিরুদ্ধে অভিযোগ আনলেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।