আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিউস জেনারেশন (আমাদের নাকি দেশাত্ববোধের অভাব!!!) পর্ব-০১: প্রারম্ভিকা

নিত্য খুজে বেড়াই আমি আমাকে - পৃথিবীর আর প্রতিটি মানুষের মাঝে.........

অনেক লেখালেখি করলাম জীবনে । ধরণ সব মোটামুটি একই ছিল । এবার একটু ভিন্ন কিছুর দিকে তাকালাম । অবশ্য লিখতে এক প্রকারে বাধ্য হয়েছি বলা যায় । উঠতে বসতে সিনিয়রদের এতো ঝাড়ি আর সহ্য হয় না ।

কথায় কথায় তাদের একটাই কথা- এদের দিয়ে কিচ্ছু হবে না । দেশটার একেবারে বারোটা বাজিয়ে ছাড়বে । আসল কথা হলো কি ভাই একটা প্রবাদ আছে না - যারে দেখতে নারি তার চলন বাঁকা । এক্ষেত্রে আসলে সেই ঘটনাই ঘটছে । আসলে এর মূল কারণ হিসেবে আমি জেনারেশন গ্যাপ কেই দায়ী করবো ।

তারুণ্যের উচ্ছাস উদ্দীপনা তাদের ভালো না লাগাটা খুব একটা অস্বাভাবিক আমি বলবো না । তাই বলে তাদের অস্বাভাবিক আচরণ টাও আমাদের কাছে ভালো না লাগাটা খুবই স্বাভাবিক । আচ্ছা ভাই আমি আগে থেকেই একটা কথা বলে রাখছি । আমি একেবারে প্রথম থেকেই একনাগাড়ে সিনিয়র দের উপর যেভাবে আক্রমণ করে যাচ্ছি এই আক্রমণ হয়তোবা এই শিরোনামের প্রতিটি পর্বেই চলতে থাকবে । তাই বলে আমি কিন্তু আমাদেরকে ধোয়া তুলসী পাতা বলবোনা ।

আমাদের দোষ তো অবশ্যই আছে । আর দেশাত্ববোধ ? ওটা আসলে সবার মনের ব্যাপার । একান্তই ব্যক্তিগত । আমি কিন্তু সেই মনের ব্যক্তিগত বিষয়ে অবগত নই । আচ্ছা ডি প্রজন্মের কথা বাদ দিলাম ।

যেখানে বলছি দেশাত্ববোধ পুরোটাই সবার মনের বিষয় তখন নিশ্চয়ই এখানে আলাদাভাবে কোনো জেনারেশনের উপর দায় পড়বেনা । তবে কোন পৃথক ব্যক্তিকে দেখে যদি পুরা জেনারেশনের উপর মন্তব্য করা হয় তাহলে সেখানেই আমার বিরোধ । তবে কোনো পৃথক ব্যাক্তিকে বাদ দিয়েও যদি ওই সব সিনিয়ররা এই ডি প্রজন্মের সামগ্রিক বৈশিষ্ট্যের দিকেও তাকায় তাহলেও কিন্তু অনেকে ওই একই কথাই বলতে পারে । মূলত এর প্রতিবাদেই আজকে আমার ব্লগ লিখতে বসা । তবে একটা কথা ।

এটা প্রারম্ভিকা । তাই এই পর্বে মূল বিষয়ের কিছুই অবতরণ করলাম না । প্রতি পর্বেই খুব ছোট ছোট লেখার মাধ্যমে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করে যাবো । কারণ একসাথে বেশি লেখার ধৈর্য্য আমার নেই । তবে হ্যা ।

কারো কোনো সাড়া না পেলে আমার লেখার গতি হয়তোবা এখানেই শেষ হয়ে যাবে । প্রারম্ভিকাকেই এডিট করে উপসংহার করতে হবে । সবার সমর্থনের মাধ্যমে পরবর্তী পর্ব গুলাতে আমাদের স্মার্টনেসের অন্তরালে জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেশাত্ববোধের পরিচয় কিছুটা হলেও আমাদের সিনিয়রদের সামনে উন্মোচিত করতে চাই । লেখাটা সাহিত্য সমৃদ্ধ হোক বা না হোক আমার সতীর্থরা যদি আমার পাশে থাকে এবং তাদের বিভিন্ন মতামত দিয়ে আমাকে সাহায্য করে তবেই আমি কাজটি অতি সফলভাবে সম্পন্ন করতে পারবো বলে আমার বিশ্বাস । Riaz Imran Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।