আমাদের কথা খুঁজে নিন

   

রোমান্টিক গল্প: বিকজ আই লাভ ইউ(৪) শেষ পর্ব

Someone become successful and someone not but man loves and will love
রোমান্টিক গল্প: বিকজ আই লাভ ইউ (১) রোমান্টিক গল্প: বিকজ আই লাভ ইউ (২) রোমান্টিক গল্প: বিকজ আই লাভ ইউ (৩) ৪ দীর্ঘদিন কলেজে যায়নি বৃষ্টি আকাশকে হারিয়ে ফেলার দুঃখে। মা বাবার তাগিদে, উৎসাহে মন কিছুটা হালকা করে রওয়ানা দিলো - না জানি হয়তো এর মধ্যে আকাশ এসে হয়তো ফিরেও গেছে তাকে না পেয়ে, নয়তো আসেনি। হেঁটে হেঁটে কিছুদূর আসার পর হঠাৎ তার সামনে কোথা থেকে ৪জন মস্তান প্রকৃতির ছেলে উপস্হিত। একজন ছুরি বের করে ধরে। আরেকজন বলল- যা আছে ঝটপট দিয়ে দাও।

বৃষ্টি চিৎকার দিলো। আকাশ আজও সেই গাছটির নীচে এসে বৃষ্টির জন্য অপেক্ষা করছে। বৃষ্টিকে আজ অনেকদিন না দেখে তার মনটা খুবই খারাপ হয়ে আছে। হঠাৎ কোথা থেকে মেয়েলি চিৎকার ভেসে আসে - বাঁচাও, বাঁচাও। দৌঁড়ে আকাশ চিৎকারের উৎসে গিয়ে দেখল বৃষ্টিকে ৪টি ছেলে ঘিরে আছে - একজনের হাতে ছুরি।

আকাশ দৌঁড়ে এসে ছুরি ধরে টান দিল এবং ফাইংকিক মেরে দু-জনকে মাটিতে ফেলে ঝটপট বাকী দু-জনকেও কারাতে কোপ দিয়ে ধরাশায়ী করল। আহত হয়েও ছিনতাইকারীরা আকাশের দিকে আবারও ছুটে আসতে চেয়েছে কিন্তু আকাশের মার্শাল ইর্টের ভঙ্গিমা দেখে ভয়ে যে যে দিকে পারল ছুটে পালিয়ে গেল। এদিকে ছুরিতে টান দেয়ায় আকাশের হাত কেটে রক্ত ঝরছে। বৃষ্টি তা দেখে ওড়না ছিঁড়ে হাতে পেঁচিয়ে দিল। বলল, কেন আপনি শুধু শুধু আমার জন্য মারামারি করতে এসে রক্ত ঝরালেন? আকাশ বলল- বিকজ আই লাভ ইউ।

আকাশ, আমিও তোমাকে ভালবাসি, আবেগময় কণ্ঠে বৃষ্টি বললো। বৃষ্টি ছাড়া আকাশ যেমন অচল, তেমনি আকাশ ছাড়াও বৃষ্টি যে অচল। আকাশের বুকে শত সহস্র বছর ধরে একান্ত আপন হয়ে মিশে আছে বৃষ্টি - বৃষ্টির জন্মই তো আকাশের জন্য। --------------
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।