আমাদের কথা খুঁজে নিন

   

রোমান্টিক ছড়া (না কবিতা?)

আমি কবি নই ছড়াকারও নই

শঙ্খ লেগেছে বুঝি তাই চমকাই ক্ষণে ক্ষণে এই এলে বুঝি তুমি বিরহ তুমি বিহনে আসো না কেন এখনো ভেবে ভেবে না পাই কূল মনে হয় এই এলে বুঝি পরে দেখি, না, মনের ভুল কি লাভ কষ্ট দিয়ে শুধু বিরহে রেখে চলে এসোনা এবার জুড়োই তোমায় দেখে শোন না চাঁদের কণা কেন বিরহই শুধু বাড়াও ময়না পাখি এসো না পাশে এসে একটু দাঁড়াও বুঝ না কেন তুমি আমি প্রতিটি প্রহর গুণে শুধু শূন্যতার গান গাই তুমি যাও না একটু শুনে কাঁদাও আরো যতখুশি কাঁদাও চোখের জল কভু শুকুবে না হৃদয় সাগরে ঝড় উঠেছে কোন আবেগ আজ লুকুবো না সব কথা বলে দিয়ে শান্ত আমি হবো এবার তোমাকেই ভালবাসি ভালবাসবোই বারবার


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।