আমাদের কথা খুঁজে নিন

   

আমরা দুজন সুখের স্বজন



প্রিয়- তুমি যদি হও রূপের আগুন আমি হব প্রিয়া পতঙ্গ, শুধু জ্বলে দেখ, যদি নও ডাক পুড়েদেব হিয়া, অঙ্গ। প্রিয়া- ‍‍রুদে পুড়ে তুমি হলে বৈশাখ আমি মেঘে হব জ্যৈষ্ঠ, তোমার বুকের পুড়া ক্ষত যত ‍বৃষ্টিতে ধোব কষ্ট। প্রিয়- তুমি যদি হও জ্যৈষ্ঠের মেঘ আমি হব তার ভেলা- হাওয়ায় ভাসিয়া যাব দূরে প্রিয়া ‍দিগন্তে হবে ‍‍খেলা। প্রিয়া- তখন আমার জ্বালাব আগুন তুমি পুড়ে নিও বুক, হৃদয়ের তাপ বাড়েনা সে দাহে- সে দহনে শুধু সুখ। ‍প্রিয়-প্রিয়া- আমরা দুজন সুখের স্বজন- জ্যৈষ্ঠ মেঘের ভেলা, কখনু ‍রোদ্র কখনু বৃষ্টি এই হবে মন খেলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।