আমাদের কথা খুঁজে নিন

   

দুজনের দুজন

দু-চোখ ভরা জল
করে টল-মল
কি, সে বেদনা কহনা মোরে,
হে প্রিয় মোর, কোন সে ভারে
প্রাণের পরম শিরা ছিঁড়ে
কাঁদিছ একা বসে এথা বিরল-
দু-চোখ ভরা জল
করে টল-মল ।

সন্ধ্যা ঘন মগন গগন
গৃহে না জ্বালো আলো এখনও
কোন অজানা ক্লেশ ধরে মনে
পুষ্প রঞ্জিত এ বাতায়নে
বসে আছো নিরব,
হয় যে অনুবভ! ব্যাথা দল দল -
দু-চোখ ভরা জল
করে টল-মল ।

বিঁধিত যত কাঁটা অন্তরে
দিয়ে দাও সবই মোরে,
ভালবেসে নেব সকলি হরে
দুঃখ্যে ঘিরুক চাইনি তোমারে
কষ্ট তোমার চুম্বন পরশে
হরিব তুষে সকল অনল-
দু-চোখ ভরা জল
করে টল-মল ।

প্রিয় সজনি মুছো সব গ্লানী
হূদয় রাজ্যে তুমি মোর রানী,
প্রণয় বাঁধনে মোরা দুজনে
দুজনের দুজন নূতন ভুবনে,
এসো প্রিয়া, প্রেমে রচি জীবনে
আদানে প্রদানে গ্লানী করি তল-
দু-চোখ ভরা জল
করে টল-মল ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.