আমাদের কথা খুঁজে নিন

   

রেডিওগুনগুন লোগো প্রতিযোগীতা (২১/০৫ – ১৫/০৬) ইনফরমেশন



বয়সঃ বাংলাদেশ অথবা দেশের বাইরে (বাংলাদেশী) যাদের বয়স ২৭ বছরের নিচে তাদের যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন । থিমঃ লোগো কোন ভাবেই অন্য কোন প্রতীক/লোগো/কোম্পানীর সাথে মিল থাকা যাবে না ( এরুপ কোন সাদৃশ্য পাওয়া গেলে উক্ত লোগো বাতিল হিসেবে গন্য হবে) রেডিওগুনগুনের সৃষ্টির লক্ষ্যই দেশ,দেশের মানুষ এবং দেশের সংস্কৃতিকে ভালোবাসা। দেশের বাংলা গানকে বিশ্বে্র দরবারে তুলে ধরা । রেডিওগুনগুনের শ্লোগান – “চিত্তে যেথায় বাংলা গান”, সুতরাং লোগোটিকে আমাদের শ্লোগানের সাথে সাদৃশ্যপূর্ন হতে হবে। লোগোর শিরোনামঃ আপনি আপনার করা লোগোর কোন নাম ও ৩০ শব্দের ভিতরে কোন শ্লোগানও দিতে পারবেন ।

কিন্তু, আপনার লোগোটিকে অবশ্যই আমাদের “চিত্তে যেথায় বাংলা গান” শ্লোগানের সাথে সাদৃশ্যপূর্ন হতে হবে। লোগো জমা দেয়ার নিয়মাবলীঃ • আপনার লোগোটি অবশ্যই A4 সাইজের কাগজে/ডকুমেন্টের হতে হবে, • কাগজে আকলে কাগজটি স্ক্যান করে অথবা কোন সফটওয়ার ব্যবহার করে থাকলে .jpg /.png ফরম্যাটে জমে দিতে হবে, • একজন প্রতিযোগী একবারই অংশনিতে পারবেন । কিন্তু, আপনি একসাথে সর্বোচ্চ ৩টি পর্যন্ত লোগো জমা দিতে পারবেন, • ১৫ জুলাইয়ের মধ্যে আপনার লোগোটি পাঠিয়ে দিতে হবে – ঠিকানায় । • লোগোটি অবশ্যই ১৫ জুলাই ১২:০০ এর মধ্যে জমা দিতে হবে, • লোগোর সাথে আপনার নাম, ঠিকানা এবং যোগাযোগের নম্বর দিতে পারেন অথবা .txt ফাইলে আলাদা ভাবে এটাস্ট করে দিতে পারেন মেইলে, • আপনার জমা দেয়া লোগোটি অবশ্যই আপনার নিজের করা হতে হবে । ডিজাইনের নিয়মাবলিঃ লোগোটি অবশ্যই সাদা A4 এ হতে হবে, ফাইনাল সিলেক্ট করা লোগোটি রেডিওগুনগুনের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহ্রত হবে ।

সুতরাং, লোগোর ডিজাইনটি ষ্পষ্ট ভাবে বুঝা যেতে হবে, লোগো আপনি পেন্সিল ব্যবহার করে আকতে পারবেন, অথবা কম্পিউটারে ডিজাইন করতে পারবেন, কোন ধরনের 3D লোগো গ্রহনযোগ্য নয়, লোগো কোন ভাবেই অন্য কোন প্রতীক/লোগো/কোম্পানীর সাথে মিল থাকা যাবে না ( এরুপ কোন সাদৃশ্য পাওয়া গেলে উক্ত লোগো বাতিল হিসেবে গন্য হবে) প্রতিযোগীতার শেষ সময়ঃ বাংলাদেশ সময় ২১ মে থেকে শুরু হয়ে ১৫ জুলাই দুপুর ১২:০০ টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে । পুরষ্কারঃ রেডিওগুনগুন হতে একটি সার্টিফিকেট এবং ৮০০০ টাকা পুরষ্কার । *** আপনি যদি এই প্রতিযোগিতায় রেডিওগুনগুন কে আপনার এলাকা এবং ভার্সিটি/কলেজ/স্কুলে সাহায্য করতে চান তাহলে রেডিওগুনগুনের লোকাল টিমে যোগ দিতে পারেন। মেইল করুন - *** যে কোন কিছু জানতে চাইলে যোগাযোগ করতে পারেন – ঠিকানায় বিস্তারিত ঃ- http://www.radiogoongoon.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।