আমাদের কথা খুঁজে নিন

   

হাঁসব না কাঁদবো? পৃথিবী কেমন হত যদি ইঞ্জিনিয়ার না থাকত? (কিঞ্চিত ১০+)

ুাুিইাু্

আজকে অনেক মজার একটা ফটো ব্লগ দেখেন, আমি নিশ্চিত না দেখলে পস্তাবেন। আর যারা দেখেছেন তাদের কাছে আগেই দুঃখিত বলে নিচ্ছি। যদিও কমন পড়ার সম্ভাবনা কম। আচ্ছা বলুনত ডাক্তারদের কেন দরকার হয়? হ্যাঁ, ডাক্তার মানুষকে সকল রোগ বালাই থেকে মুক্ত রাখার চেষ্টা করে। আমরা ডাক্তারদের কাছে যাই সুস্থ থাকার জন্য।

আর আইনজীবিদের কাছে যাই যাতে করে ফাঁসির হাত থেকে মুক্তি পাই। আচ্ছা বলেনত এই যে এত এত টাকা খরচ করে প্রতিটা দেশের সামরিক বাহিনী বানায় এদের কাজ কি? এদের কাজও হল মানুষের জীবন বাঁচানো। কিন্তু একবার চিন্তা করে দেখেনত যদি ইঞ্জিনিয়ার না থাকত তাহলে পৃথিবীর কি অবস্থা হত? একটু ভাল করে চিন্তা করে দেখেন। আচ্ছা, আমি বুঝতে পারছি আমরা কেউ জানি না কি হত, না আপনি যা ভাবছেন বা মনে করছেন ঠিক তেমনটি নয়। তাহলে চলুন আমরা ঘুরে আসি আমাদের(আমরা) ইঞ্জিনিয়ার ছাড়া পৃথিবী থেকে আপনি তৈরীত তাহলে চলুন আমার সাথে, আছেন ত আমার সাথে যারা আছেন তাদের কষ্ট করে স্ক্রল করে নিচে নামতে হবে।

প্রথমে দেখুন যদি আমাদের নছিমন(নাম সুনেছেন-ত) থুক্কু ম্যক্যানিক্যাল ইঞ্জিনিয়াররা না থাকত তাহলে কি হত... কি আছেন-ত থাকলে আওয়াজ দিবেন, এখন দেখুন আমাদের বিশিষ্ট রাস্তা ঘাট বানুয়া থুক্কু সিভিল ইঞ্জিনিয়াররা না থাকলে কি হত... এখন দেখুন আমাদের বিটিটিবি-এর থুক্কু কমিউনিকেশন ইঞ্জিনিয়াররা না থাকলে কি হত... ভাই যাইয়েন না এখনি ভয় পাইলে চলবে আমাদের কম্পু আর রেডিও টেলিভিশন ঠিক করা ইঞ্জিনিয়াররা আছে না...... (ভাই একটু মজা করে লিখলাম কেউ কিছু মনে নিয়েন না) এখন দেখেন কম্পু থুক্কু কম্পিউটার ইঞ্জিনিয়াররা না থাকলে কি হত...... এখন দেখুন বাংলাদেশ বেতারের খুচরা যন্ত্রপাতি ঠিক করা থুক্কু ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রিনিকস ইঞ্জিনিয়াররা না থাকলে কি হত... সব শেষে দেখুন এরোনটিক্যাল না কি যেন একটা আছে না হেগো না থাকলে দেখুন কি রহম হয় পৃথিবী... বিদ্রঃ এখানে কাউকে আঘাত দেওয়া বা ছোট করা হয় না মজা করলাম একটু এই আর কি। সুত্রঃ আজকের ছবি গুলো নেট থেকে সংগ্রহীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।