আমাদের কথা খুঁজে নিন

   

সমর্থক

শিখতে চাই

আর কয়দিন পরে শুরু হবে world cup ফুটবল । চারদিকে নতুন নতুন পতাকা বিভিন্ন দেশের। দেখতে ভালই লাগে। কেউ ব্রাজিল, কেউ আরজেন্টিনা,কেউ জারমানি ইত্যাদি। কিন্তু কয়দিন আগে আরো একটি প্রতিযোগিতা গেছে যেটাও একটা world class tournament।

এবং সেখানে বাংলাদেশও একটি দল ছিল। সেটা হচ্ছে T20 world cup। কিন্তু দুঃখ জনক হলেও সত্যি যে আমি অন্তত আমার শহরে ওই সময় বাংলাদেশের কোন পতাকা দেখি নাই। এটা হতে পারে এই কারনে যে আমরা এটা জিততে পারবনা তা আমরা আগে থেকেই জানি। ।

আমরা আমাদের খেলয়ার দের বলি যে তারা হারার আগে হেরে যায়,এদের দিয়া কিছুই হবে না। কিন্তু আমরা যারা আছি যারা দশ মুখে খেলয়ারদের সমলোচনা করি সেই সমর্থকরাও কিন্তু হারার আগেই হেরে বসে আছি। আর খেলয়াররা কিন্তু এই সমাজ থেকেই উঠে এসেছে। তাই এই দোষ টা থেকে আমাদের আগে মুক্তি পেতে হবে । তারপর হয়ত যে খেলয়ার রা বের হবে বা নতুন যারা আসবে তারা আমাদের মুখটা আক টু উজ্জ্বল করতে পারবে।

জাতীর চরিত্র পরিবরতন না করলে খালি অল্প কিছু মানুষ রে দোষ দিলে হয়ত সাময়িক তৃপ্তি পাওয়া যাবে কিন্তু । আসল কাজ কিছুই হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.