আমাদের কথা খুঁজে নিন

   

রোমান্টিক গল্প: বিকজ আই লাভ ইউ(২)

Someone become successful and someone not but man loves and will love
রোমান্টিক গল্প: বিকজ আই লাভ ইউ (১) ২ আকাশ আজ মেঘাচ্ছন্ন। সকাল থেকেই ণ্ডড়ি ণ্ডড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তায় লোকজনের চলাচল তেমন নেই। যানবাহন অধিকাংশ হয়তো গেরেজে পড়ে আছে। রাস্তাঘাটও কেমন যেন ঈদের ছুটির মতো ফাঁকা ফাঁকা।

বৃষ্টিদের বাসা থেকে তার কলেজ যদিও কয়েক মিনিট হাটা পথ। তবুও আজ রিকসা নিল বৃষ্টি - কারণ আকাশের বুক ছিড়ে ছিড়ে অঝোরে বৃষ্টি পড়ে সিক্ত হচ্ছে ধরণী। হয়তো আকাশ ধরণীকে বৃষ্টির পানি দিয়ে ধুয়ে মুছে পবিত্র করে সময়ের প্রয়োজনে। আকাশের অপেক্ষার স্হান দিয়ে রিকসা অতিক্রমের সময় বৃষ্টি দেখল - আকাশ সেই কৃষ্ণচুড়া গাছটির নিচে আজও দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে আর তার দিকে চেয়ে আছে অপলক নেত্রে। বৃষ্টির হাসি পেল।

এরকম বোকা ছেলে আর দেখেনি। এভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে শুধু তার জন্য। কলেজ হঠাৎ বৃষ্টির কারণে আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। আবারও ফেরার পথে বৃষ্টি দেখল - আকাশ সেই আগের মত দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে আর ঠক্ ঠক্ করে কাঁপছে। বৃষ্টির মন নরম হয়ে গেলো।

মেয়ে মানুষের মন হলো কাঁচের গ্লাসের পানির মত - আর ছেলেদের মন হলো দীর্ঘ শান্ত হ্রদ। তাই মেয়েদের মন সহজেই বদলায়। বৃষ্টিরও তাই হলো। হয়তো নিজের অজান্তে আকাশকে তার ভাল লেগে গিয়েছে এবং ভালও বেসে ফেলেছে। বৃষ্টির চোখে পানি এসে গেলো।

না জানি আজ আকাশের অবস্হা কি হবে, অসুখ একটা বাঁধবেই। বৃষ্টি আর ভাবতে পারে না। বাসায় এসে নিজের রুমে ঢুকে দরজা আটকিয়ে মনমরা মন নিয়ে খাটে শুয়ে পড়ল বৃষ্টি। ভাবতে লাগল - আকাশকে কিভাবে বলবে সেও তাকে পছন্দ করে, ভালোবাসে। তাকে পত্র লিখবে না কি সরাসরি জানাবে।

মনে সুন্দর এক বুদ্ধি এলো - ফুল দিয়ে তাকে বরণ করে নিবে বৃষ্টি। তারপর ভাবতে ভাবতে ঘুমিয়ে স্বপ্নরাজ্যে হারিয়ে গেলো। সেদিন রাত্রের ফ্লাইটে আকাশকে তার বাবা হঠাৎ ব্যবসায়িক কাজে আমেরিকায় পাঠিয়ে দিল। চলবে.............................................
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।