আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে ৫ সাংবাদিককে হাত-পা ভেঙে ক্যাম্পাস-ছাড়া করার পরিকল্পনা ফাঁস



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৫ সাংবাদিককে কালো তালিকায় রেখেছে ছাত্রলীগের একটি অংশের নেতারা। তালিকাভুক্ত সাংবাদিকদের যে কোন সময় মেরে হাত-পা ভেঙে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার একটি গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। সামপ্রতিক যৌন নিপীড়নের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার এবং ছাত্রলীগের একটি অংশের নানা অপকর্মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর প্রতিশোধ নিতে এ পরিকল্পনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র-শিক্ষক মহল। নেতৃত্বহীন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে একটি অংশের অপকর্মের সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে সাংবাদিকরা এদের রোষানলে পড়ে।

তালিকাভুক্ত সাংবাদিকরা হলেন 'সংবাদ'-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বামমু আল আমীনসহ সমকাল, যুগান্তর, কালের কণ্ঠ ও নয়াদিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা। ছাত্রলীগের সম্ভাব্য কমিটিতে তারা জায়গা পাবে না বলে নিশ্চিত হওয়ায় তারা সাংবাদিক ও ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী গ্রুপের প্রতি বেপরোয়াভাবে শত্রুভাবাপন্ন হয়ে ওঠে। সমপ্রতি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে আনীত যৌন নিপীড়নের অভিযোগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সংবাদ পরিবেশন করে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও বিরাগভাজন হয়। এ অবস্থায় তাদের ওপর হামলা-নির্যাতনের সুষ্ঠু বিচার না হওয়ার সম্ভাবনাও তাদের এ ব্যাপারে উৎসাহী করে তোলে। সমপ্রতি ওই গ্রুপটি বিশ্ববিদ্যালয়ের ৫ সাংবাদিককে মেরে হাত-পা ভেঙে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার গোপন পরিকল্পনা করে।

বিশ্ববিদ্যালয়ের এই সাংবাদিকদের বিরুদ্ধে এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে অন্য সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের আজ্ঞাবহ থাকবে বলে ওই সূত্রটি জানিয়েছে। সাংবাদিকরা এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর আগে ২০০৯ সালের এপ্রিলেও বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে হত্যার পরিকল্পনাসহ ৫ সাংবাদিককে মারার পরিকল্পনা নেয়া হয়েছিল যা ফাঁস হয়ে যায়। এদিকে সাংবাদিকদের মারার পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে জাবি শিক্ষকরা, সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন ছাত্র-শিক্ষক মহল।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.