আমাদের কথা খুঁজে নিন

   

কুলাউড়ায় আ’লীগ নেতার নেতৃত্বে খ্রিস্টানদের কবরস্থান দখল : ঢাবিতে বিতর্ক উত্সবে ছাত্রলীগের তাণ্ডব : আহত ৫



ক্ষমতাসীন দলীয় ক্যাডারদের দখলবাজির তালিকায় এবার যুক্ত হয়েছে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের সিমেট্রি (কবরস্থান) দখল। শনিবার রাতের আঁধারে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা। তারা উপজেলার পানপুঞ্জির খ্রিস্টান সম্প্রদায়ের সিমেট্রি দখল করে ক্রুস গুঁড়িয়ে দেয়। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে ক্ষমতাসীন দলের ক্যাডারদের বিরুদ্ধে টেন্ডারবাজি ও হামলার খবর পাওয়া গেছে।

নারায়ণগঞ্জে বিদ্যুেকন্দ্রের টেন্ডার জমা দিতে গিয়ে যুবলীগ ক্যাডারদের হামলায় আহত হয়েছেন দলীয় ২ স্থানীয় নেতাসহ ৫ জন। নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের হাতে লাঞ্ছিত হয়েছেন এক ইউপি চেয়ারম্যান। পরে চাঁদা দাবিতে হামলা হয়েছে রায়গঞ্জ বাজারে ব্যবসায়ীদের ওপর। হাবিপ্রবিতে লিচু পাড়া নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ১০ নেতাকর্মী। বগুড়ায় সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ নিয়ে যুবলীগের সঙ্গে সংঘর্ষ হয়েছে এলাকাবাসীর।

আহত হয়েছেন আরও ৪ জন। মুন্সীগঞ্জে জুয়া খেলা নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। নাটোরে সরকারি এতিমখানার দরপত্র দাখিল নিয়ে সংঘর্ষে আহত হন ৩ ঠিকাদার। জাতীয় বিতর্ক উত্সবেও হামলা ও তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ। উত্সবে প্রবেশ নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।

এ সময় আহত হয় ৫ ছাত্রলীগ কর্মী। বিস্তারিত আমাদের অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের খবর : কুলাউড়া : কুলাউড়ার ব্রাহ্মণবাজারের সিংগুর পানপুঞ্জিতে আওয়ামী লীগ নেতার সাঙ্গপাঙ্গরা রাতের আঁধারে হামলা চালিয়েছে। হামলাকারীরা পানপুঞ্জির খ্রিস্টান সম্প্রদায়ের সিমেট্রি দখল করে ক্রুস গুঁড়িয়ে দিয়েছে। এনিয়ে পানপুঞ্জিতে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুঞ্জিমন্ত্রী (হেডম্যান) জামিল ধার জানান, শনিবার গভীর রাতে ১৫/২০ জনের দুষ্কৃতকারী চক্র পানপুঞ্জির জায়গা জবরদখলের লক্ষ্যে হামলা চালায়। হামলাকারীরা পুঞ্জির সমাধিস্থলে প্রয়াত মন্ত্রীর কবর গুঁড়িয়ে দেয় এবং আরও কমপক্ষে ১০টি কবরের ক্রুস ভাংচুর করে। ক্রুস ভাঙনের শব্দ শুনে পানপুঞ্জির পাহারারত রাং ও রিগ্যান চিত্কার করলে পুঞ্জিবাসী ঘুম থেকে ওঠে যায়। পুঞ্জিবাসী জেগে উঠলে হামলাকারীরা পালিয়ে যায়। পানপুঞ্জির রিগ্যান, রেনী ধার, মেলি, প্রভাস সাংমা ও কাসিল ধার জানান, পানপুঞ্জির বাসিন্দার সিমেট্রি এবং এর আশপাশের জমি দখলের লক্ষ্যে ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খান এবং তার সহযোগীরা দীর্ঘদিন থেকে জবরদখলের চেষ্টা চালাচ্ছে।

এনিয়ে আদালতে মামলা চলছে। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। তারা আরও অভিযোগ করেন, শ্রীপুর গ্রামের আবদুল মতিন ২ মে হঠাত্ করে কবরস্থানের পাশে একটি সাইনবোর্ড টানিয়ে দেন। সাইনবোর্ডে লেখা, এ জমির মালিক নুরুন্নাহার খানম। জমির পরিমাণ ৬ একর ৬০ শতক।

টানানো সাইনবোর্ডের ওপর একটি ঘর বানিয়ে নিজের দখল প্রতিষ্ঠা করেন। জায়গাটি নিয়ে উচ্চ আদালতে বিচারাধীন থাকায় পুঞ্জিবাসী তাতে কোনো বাধা দেয়নি। এদিকে পুঞ্জির সিমেট্রি ভাংচুরের ঘটনায় গতকাল সিংগুর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই সফিক এবং এসআই রজব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ভূমি মালিক দাবিদার আবদুল মতিন খান জানান, তিনি জমিটি কিনেছেন ১৯৮২ সালে ফজলুর রহমান ভূঁইয়ার কাছ থেকে।

মামলার কারণে জায়গা দখল করা হচ্ছে না। সাইনবোর্ড লাগানো হয়েছে। আমার জায়গার মধ্যেই আদিবাসীদের কবরস্থান পড়েছে। তবে তিনি শনিবার রাতে সিমেট্রিতে হামলার ব্যাপারে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান। এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই রজব জানান, জমিটি প্রকৃতপক্ষে সরকারি।

দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। সরকারি জমি কেনাবেচার কোনো নিয়ম নেই। দু’পক্ষকে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য বলা হয়েছে। নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্রে টেন্ডার জমা দিতে গিয়ে যুবলীগ ক্যাডারদের হামলায় দুই আওয়ামী লীগ নেতাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে মারাত্মক আহত সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াকে নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় সন্ত্রাসীরা ইয়াছিন মিয়ার পকেটে থাকা ৭০ হাজার টাকা লুটে নেয়। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তি দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ। অন্যদিকে যুবলীগ ক্যাডারদের তাণ্ডবের কারণে সাধারণ ঠিকাদারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্রের অভ্যন্তরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জে ২১০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্রের জঙ্গল, ড্রেন, ময়লা-আবর্জনা পরিষ্কার ও কাঁটাতারের বেড়া মেরামতসহ ৬টি গ্রুপের সাড়ে ১৭ লাখ টাকার কাজের দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল গতকাল দুপুর ১২টা পর্যন্ত। কেউ যাতে দরপত্র জমা দিতে না পারে সে জন্য সকাল থেকে একাধিক মামলার আসামি যুবলীগ ক্যাডার নজরুল তার বাহিনী নিয়ে বিদ্যুেকন্দ্রের ভেতর অবস্থান নিয়ে পাহারা বসায়। সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া দরপত্র জমা দিতে গেলে সন্ত্রাসী নজরুল দরপত্র জমা দিতে তাকে বাধা দেয়। বাধা উপেক্ষা করে দরপত্র জমা দিতে চাইলে সন্ত্রাসী নজরুলের নেতৃত্বে জালাল, জাহাঙ্গীর, আমীর ওরফে ভম্বল আমীর, রনি, সায়েম, সামছু, লিটন, জাহিদ, হাকিমসহ ২০/২৫ জন হামলা চালায় ইয়াছিন মিয়ার ওপর। তারা ইয়াছিন মিয়াকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠিপেটা করে আহত করে।

তাকে বাঁচাতে অন্য ঠিকাদাররা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালায়। এতে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোতালিব মিয়া, ঠিকাদার তুহিনসহ ৪ জন আহত হন। ওই সময় যুবলীগ সন্ত্রাসীদের তাণ্ডবে বিদ্যুেকন্দ্রের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল-ক) আশরাফুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ইয়াছিন মিয়া জানান, সন্ত্রাসীরা তাকে পিটিয়ে মারাত্মক আহত করে পকেটে থাকা ৭০/৭৫ হাজার টাকা লুটে নিয়ে গেছে।

এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান। সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, সংঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে সাধারণ ঠিকাদাররা অভিযোগ করেন, পুলিশ হামলাকারী সন্ত্রাসী নজরুলকে আটক না করে তার সঙ্গে সমঝোতা বৈঠক করে প্রশ্নের সৃষ্টি করেছেন। যুবলীগ ক্যাডার নজরুলের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ মনসুর, যুগ্ম আহ্বায়ক এমএ জামান জানান, নজরুল ইসলাম যুবলীগের কেউ নয়।

সে মূলত একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা ও বেশ কয়েকটি জিডি রয়েছে। এর আগেও তার হামলার শিকার হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সালাউদ্দিনসহ একাধিক ঠিকাদার। বগুড়া : সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ নিয়ে যুবলীগের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুরের ডোমনপুকুর এলাকায়। এ ঘটনার পর সরকারি দলের লোকজনের হুমকিতে আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী। যে কোনো মুহূর্তে আবার হামলা করতে পারে সরকারি দলের ক্যাডাররা। এমন অভিযোগ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, উপজেলার ডোমনপুকুর গ্রামে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরকারি জায়গায় যুবলীগ সমর্থক হাফিজার রহমানসহ তার দলবল গতকাল সকালে ইট দিয়ে অবৈধ দোকানঘর নির্মাণ করতে যায়।

এতে এলাকাবাসী বাধা দিলে শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। উভয়পক্ষের চার জন আহত হন। আহতরা হলেন যুবলীগ সমর্থক হাফিজার, তার ছোট ভাই হবিবর, এলাকাবাসীর মধ্যে আবদুল হামিদ ও সাচ্চু খান। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সদর উপজেলার চরডুমুরিয়া বাজারে গতকাল বিকালে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সালিজা দালাল, বাবু, শামসুল হক সিকদার ও তুহিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, গতকাল বিকালে চরডুমুরিয়া বাজারে জুয়া খেলাকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা মোল্লা গ্রুপের সমর্থকদের সঙ্গে একই দলের শাহ আলম মল্লিক গ্রুপের সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। নাটোর : নাটোর সরকারি এতিমখানার (শিশু পরিবার) ৩৩ লাখ টাকার খাদ্য ও পণ্য সরবরাহ কাজের দরপত্র দাখিল নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদারদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় চার ঠিকাদার আহত হন। গতকাল দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নাটোর থানা সূত্রে জানা যায়, গতকাল ছিল জেলা সমাজসেবা অফিসের অধীন সরকারি এতিমখানার খাদ্য ও পণ্য সরবরাহের দরপত্র দাখিলের শেষদিন। ৩৩ লাখ টাকার ৩ গ্রুপ কাজের দরপত্র দাখিলের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে দরপত্র বাক্স রাখা ছিল। সকাল থেকে পুলিশ পাহারায় ওই বাক্সে দরপত্র জমা নেয়া হয়।

দুপুর ১২টায় দরপত্র দাখিলের শেষ মুহূর্তে আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদার মানিক হোসেন, আফজাল হোসেন ও মাসুদ রানা দরপত্র দাখিলের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে ঢোকার মুখে আওয়ামী লীগ সমর্থিত অপর ঠিকাদার আবদুল মজিদসহ কয়েকজন যুবক তাদের আটকে দেয়। তারা দরপত্র দাখিল না করার হুমকি দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরস্পরের মধ্যে কিলঘুষিতে মানিক হোসেন, আফজাল হোসেন ও মাসুদ রানা এবং আবদুল মজিদ সামান্য আহত হন।

খবর পেয়ে আর্মড পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনাস্থলে দায়িত্বরত নাটোর সদর থানার এএসআই মাসুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দিনাজপুর : টেন্ডার ছাড়াই লিচু পাড়া নিয়ে হাবিপ্রবির ছাত্রলীগের দুটি গ্রুপে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল ওই ঘটনা ঘটে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, রোববার বিকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ৮টি লিচুগাছ টেন্ডার ছাড়াই খামার বিভাগের সারওয়ার, টিও রেজাউল, প্রক্টর মামুন ও নবাবসহ কয়েকজনের নেতৃত্বে কর্তৃপক্ষ অবৈধভাবে ছাত্রলীগ হাবিপ্রবি নেতা দেবদাসের (ছাত্রলীগ রংপুর গ্রুপ) ২১ হাজার টাকায় মৌখিক চুক্তিতে বিক্রি করে। কিন্তু দেবদাস অধিক লাভে ২৮ হাজার টাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রায়হানের কাছে বিক্রি করে দেন। সন্ধ্যার আগে দেবদাসসহ লিচু পাড়তে থাকলে খবর পেয়ে হাবিপ্রবির ছাত্রলীগ নেতা অরুণ (ছাত্রলীগ বগুড়া গ্রুপ) দেবদাসকে বাধা দেয়। সন্ধ্যার পর শুরু হয় দেবদাস গ্রুপের সঙ্গে অরুণ গ্রুপের মধ্যে ধারালো অস্ত্র, ইট-পাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ ঘটনায় দু’গ্রুপের ৫ জন এবং বহিরাগত স্থানীয়সহ ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আরিফুল হক, জীবন, আরিফুল ইসলামসহ ৪ জন আহত হয়ে দিমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। রাত ১১টায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বেগমগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মজুমদার হাটে এক সালিশি বৈঠকে ইউপি চেয়ারম্যান ওবায়েদুল হক ধনুকে লাঞ্ছিত করে ছাত্রলীগ ও যুবলীগ নামধারী একটি দল। পরে চাঁদার দাবিতে মজুমদার হাটবাজার থেকে তারা রাজগঞ্জ বাজারে গিয়ে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা করে। গতকাল সকালে ইউপি সদস্য নূর আলমের ভাই খুরশিদ আলমের ওপর হামলা করে তার দোকানে তালা লাগিয়ে দেয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ইউপি চেয়ারম্যান ওবায়েদ উল্যা ধনু ও স্থানীয় লোকজন জানান, কিছুদিন আগে চাঁদার দাবিতে যুবলীগ, ছাত্রলীগ নামধারী একটি গ্রুপ ইউপি সদস্য নূর আলমের ওপর হামলা করে। এর প্রতিবাদে নূর আলম আদালতে একটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে মামলার আসামি ফয়েজ, মামুনসহ একটি গ্রুপ গতকাল দুপুরে ইউনিয়নের মজুমদার হাট বাজারে চেয়ারম্যানের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে গিয়ে মামলা প্রত্যাহারের জন্য নূর আলমকে খোঁজাখুঁজি করে। না পেয়ে তারা সালিশ বৈঠকে কয়েকটি চেয়ার ভাংচুর করে ও ইউপি চেয়ারম্যান ধনুকে অকথ্য গালমন্দ করে।

এ সময় প্রতিবাদ করলে শরীফ হাজী ও আবদুর রেজ্জাককে তারা মারধর করে এবং গুলি করে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ওসি মোঃ আবদুর রব আমার দেশকে জানান, এ ধরনের ঘটনা ঘটেছে। এতে তিনি অবগত আছেন। তবে চেয়ারম্যান ও ব্যবসায়ী কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। বিতর্ক উত্সবে ছাত্রলীগের তাণ্ডব : জাতীয় বিতর্ক উত্সবেও হামলা ও তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ।

উত্সবে প্রবেশ নিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। রামদা, হকিস্টিক, রড, লাঠিসোটা নিয়ে দু’গ্রুপ দফায় দফায় ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দেয়। এসব ঘটনায় কমপক্ষে ৫ ছাত্রলীগ কর্মী আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত চতুর্থ জাতীয় বিতর্ক উত্সবে কার্ড ছাড়া ঢুকতে না দেয়ায় গতকাল দুপুরে টিএসসিতে এ ঘটনার সূত্রপাত হয়।

হামলার ঘটনায় কিছু সময়ের জন্য উত্সব অনুষ্ঠানে বিঘ্ন ঘটে। ঘটনার সঙ্গে জড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীমউদ্দীন হল ছাত্রলীগের দু’গ্রুপের মাঝে উত্তেজনা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে টিএসসিতে জাতীয় বিতর্ক উত্সবে যোগ দিতে যায় জসীমউদ্দীন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত গ্রুপের কর্মী প্রিন্স (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, তৃতীয়বর্ষ)। এ সময় বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবীরুজ্জামান বাবু গ্রুপের কর্মী ও ডিইউডিএস সদস্য রিয়াজ তাকে প্রবেশে বাধা দেয়। দুজনের মধ্যে এ সময় কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রিন্স, সূর্যসেন হলের বাতেনসহ কয়েকজন রিয়াজের ওপর হামলা চালায়। হামলাকারীরা রিয়াজের মাথা ফাটিয়ে দেয়। এ সময় রিয়াজের ছোট ভাই সিরাজও আহত হয়। এছাড়া সানোয়ার, রুমানসহ তাদের আরও তিন সহপাঠী আহত হয়। এ খবরে বঙ্গবন্ধু ও জসীমউদ্দীন হলের ছাত্রলীগ কর্মীরা লাঠিসোটা, রামদা, হকিস্টিক নিয়ে ক্যাম্পাসে সশস্ত্র মহড়া ও হলের সামনে অবস্থান নেয়।

দুপুর ২টার দিকে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে বড় ধরনের সংঘর্ষ হয়নি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা টিপু বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.