আমাদের কথা খুঁজে নিন

   

ইদানিংকালে যেইখানে লুকাইয়া থাকি আমার গোপন ঘরের ঠিকানা



হেমায়েতপুরী নিকটারে ইদানিং বলগে তেমুন এক্টে দেহন যায়না, তার এই অনুপস্থিতি আপামর বলগার জাতিরে ব্যাপকহারে কষ্ট, বেদনা দিতাছে। কিন্তু কি কইতাম্কন পোস্ট এত ফ্লাডিং আর এত ক্যাচাল এর মধ্যে নিরিবিলি, নিজের মত কইরা কি আর সাহিত্য, কাব্য আর দর্শণের চিন্তা করনযায়? তাই সব ছাইড়া-ছুইরা চইলা আসছি গুপন ঠিকানায়। আসেন দেখেন গরীবের আড্ডাখানা- এক বিরাট গহীন জংগলের মধ্যে আমার আস্তানা। বাইরে থিকা দেখলে এমুন দেখায়: আইস যখন পড়ছেনই আসেন দরজাটা ঠেইলা একটু ভিতরের দিকে আসেন: এইটা আমার লাইব্রেরী রুম, এইখানে বইসা সময়-সুযোগ মত লিখালিখি করি এইখানে মাঝে মাঝে নিজের রান্না-বান্না, গতকাইল্কা সকালে নিজের সাপার নিজে রেডি কর্লাম এইটা আমার টিভি রুম, ছুট একটা প্লাজমা টিভি আছে এইখানে খানাদানা রিজার্ভ কইরা রাখি। সামান্য কিছু ফলমুল আছে এখন এইটা মনে হয় আমার হোম থিয়েটার এইখানে বসার ঘর, কিছু সোফাটোফা কিনা ঘরটা সাজাইছি: আমার গোসলের রুম...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।