আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যার দিয়ে ঘরের মশা তাড়ান। ১০০% কাজ করে (পরীক্ষিত)!!!!

আহমেদ সাদমানের ব্লগ। বাঙালিদের মধ্যে লেটেস্ট ভারসন।

একটি সুখবর! প্রথমেই বলে রাখি, আমি জানি যে আপনারা অনেকেই এ ধরনের মশা তাড়ানোর সফট ব্যবহার করেছেন এবং এগুলোর প্রতি বিশ্বাস করেন না। সকলে বলে, এগুলো ভুয়া, কাজ করে না। কথাটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না।

কারণ আসলেই এগুলোর অনেকগুলোই ভুয়া, কাজ করে না। তবে আমি বলতে পারি, আমার এটা সম্পূর্ণ কাজ করে। এ মশা তাড়ানোর সফটে (KP Anti Mosquito) এক ধরনের হাই ফ্রিকোয়েন্সি শব্দ ব্যবহার করা হয়। এ শব্দ কোন মশা সহ্য করতে পারে না। কারণ এ শব্দ বৈজ্ঞানিকভাবে তার কাছে খুবই তীক্ষ্ণ (যাকে বলে আল্ট্রা সাউন্ড)।

তবে এ ফ্রিকোয়েন্সি আপনার জন্য সহনীয় (বরং আপনি স্পিকারের খুব কাছে না থাকলে এ শব্দ শুনতেই পাবেন না)। অনেকে কম্পিউটার চালানোর সময় মশার কামড়ে বিরক্ত হয়ে যান, তখন এটি ব্যবহার করতে পারেন। প্রথম প্রথম এ শব্দ আপনার কানে এসে কিছুটা পৌছাঁবে এবং খানিকটা বিরক্তিকর মনে হবে। তবে হ্যাঁ, কিছুদিন পরেই তা ঠিক হয়ে যাবে। কয়েলের যেমন ধোঁয়া, গুড নাইটের রিফিলের জন্য যেমন টাকা খরচ ও কয়েল সহ্য করতে হয়, এক্ষেত্রে সেটাও তেমনি।

তবে অনেক সুবিধার। আপনি এই সাউন্ড ছেড়ে দিয়ে এর পাশাপাশি গেমস, গান, যে কোন কিছু কোন ঝামেলা ছাড়াই চালাতে পারবেন। এটি ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। আশা করি আপনাদের উপকারে আসবে ডাউনলোড করুন ফাইল সাইজ ৩ মেগাবাইট প্রথমে ফাইলটি ডাউনলোড করুন। এরপর ইন্সটল করুন সাধারণভাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.