আমাদের কথা খুঁজে নিন

   

ব্রডব্যান্ড ইন্টারনেট কি? তা কন না কেন?

যখন যেখানে যেমন তেমন

গত ২ দিন ব্যাপী আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল Workshop on broadband communication and networking শীর্ষক একটি কর্মশালা। এটি সবার জন্যই উন্মুক্ত ছিল। ফলে রুয়েট, রাবি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি, UITS, এবং আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এতে উপস্থিত হয়। শুরুতে সিটিসেল এর একজন ইঞ্জিনিয়ার হাইস্পিড মোবাইল ইন্টারনেট এর ইতিহাস, বাংলাদেশে ত্রিজি এর বর্তমান অবস্থা সহ কিছু টেকনিক্যাল বিষয়ের উপর ২ ঘন্টার একটি সেশন দেন। সেশন শেষে আমরা সবাই তাকে বিবিধ টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে প্রশ্ন করছিলাম।

যেহেতু তিনি সিটিসেল এর তাই স্বভাবতই সিডিএমএ এবং জিএসএম নিয়ে তর্ক শুরু হল। আমরা বারবার সিডিএমএ সিস্টেম এ প্র্যাকটিক্যালি কি কি সমস্যার মুখোমুখি হতে হয় তা নিয়ে প্রশ্ন করে যাচ্ছিলাম, উনি ভালোই উত্তর দিচ্ছিলেন। হঠাৎ দেখি অডিটোরিয়াম এর রাবি অংশে উত্তেজনা। তাদের মাইক দেয়া হলে তার বলছে, “আপনারা ওয়ার্কশপ করছেন ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে আর এখানে আলোচনা করছেন সিডিএমএ, জিএসএম, 3G এগুলো নিয়ে। আপনারা কেউ বলছেন না ব্রডব্যান্ড ইন্টারনেট কি? আগে এইটা বলেন।

আবার আপনারা সিটিসেল এর ক্যানভাস করে যাচ্ছেন!” বক্তা তাকে বললেন, “ভাই শুরুতেই তো ইভোল্যুশন নিয়ে আলোচনার সময় ব্রডব্যান্ড এর সংগা দিয়েছি। এখন বিভিন্ন সিস্টেমে (GSM, CDMA) এর ইমপ্লিমেন্টেশন নিয়ে আলোচনা চলছে। ” সে ব্যাক্তি আরো গরম হয়ে গেল। তার একটাই কথা, ব্রডব্যান্ডের নামে নাকি সিটিসেল এর পন্য বিক্ক্রি চলছে! কিছুক্ষন পরে তাকে জিজ্ঞেস করা হল ভাই আপনি কোন বিষয়ে পড়েন? ১০/১৫ জন একসাথে বলে উঠল তারা মার্কেটিং/ জার্নালিজমে পড়ে! বক্তা তো থ! সাথে আমরাও। ইঞ্জিনিয়ারিং ভার্সিটির টেকনিক্যাল ওয়ার্কশপে এসে কেউ যদি বলে ভাই, আমি আর্টসের ছাত্র, আজকের মাঝে আমারে ইঞ্জিনিয়ারিং শিখায় দেন এবং এই নিয়ে চেঁচামেচি করতে থাকে তবে তাদের কি বলা উচিৎ আমার জানা নেই।

তবে এখন পর্যন্ত একটি কথাই কানে বাজছে, “ব্রডব্যান্ডের ওয়ার্কশপে এসেছি ব্রডব্যান্ড শিখতে, ব্রডব্যান্ড কি, এটা শিখায়ে দেন!”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.