আমাদের কথা খুঁজে নিন

   

রোমান্টিক গল্প: বিকজ আই লাভ ইউ (১)

Someone become successful and someone not but man loves and will love

১ ঠিক দুপুর বেলায় প্রতিদিন একই সময়ে পথের ধারে কৃষ্ণচুড়া গাছটির নিচে এসে অপেক্ষা করে আকাশ - কখন তার প্রিয় মনের মানুষটি অর্থাৎ বৃষ্টি এপথ দিয়ে যাবে। প্রতিদিন তাকে একনজর না দেখলে আকাশের মনটা খারাপ হয়ে যায়, রাতে ঘুম হয় না, সারাটা দিন যেন নষ্ট হয়ে যায়। নির্দিষ্ট সময়ে বৃষ্টি না এলে আকাশের মন চঞ্চল হয়ে উঠে, বৃষ্টির আগমনী পথের দিকে চেয়ে থাকে চাতক পাখির ন্যায়। কিন্তু আকাশ যে বৃষ্টিকে এত ভালবাসে, এত পছন্দ করে - তা আজও মুখ ফুটে বৃষ্টিকে বলতে সাহস পায়নি। শুধু এক নজর দেখার জন্য সকল কাজ ফেলে রেখে চলে আসে এখানে।

বৃষ্টি প্রথম প্রথম আকাশকে দেখে তেমন কিছু মনে করত না, ভাবতো কারো জন্যে বা কোন কাজে এখানে অপেক্ষা করছে। কিন্তু সে মনে একটুও সন্দেহ করল না। ভাবলো একদিন একটু কথা বলবে ছেলেটির সাথে - কেন সে প্রতিদিন একই সময় এখানে দাঁড়িয়ে কি করে? যে ভাবা সে কাজ - একদিন সে আকাশের দিকে এগিয়ে যায় কিন্তু বৃষ্টিকে আকাশ তার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে আকাশের গলা শুকিয়ে যায়, চিন্তা রেখা ফুটে উঠে কপালে - না জানি বৃষ্টি আজ তাকে কি বলবে। বৃষ্টি যতোই আকাশের দিকে এগিয়ে আসতে থাকে, আকাশ ততোই পিছাতে থাকে। এক সময় সমস্ত চিন্তা ভাবনা ভয় ঝেড়ে সাহস বুকে নিয়ে আকাশ দাঁড়াল।

বৃষ্টি আকাশকে বলল, এক্সিউজ মি, আপনি কারো জন্যে অপেক্ষা করছেন? না, না কার জন্য অপেক্ষা করবো আমতা আমতা করে জবাব দেয় আকাশ। কিন্তু, বৃষ্টি বলল - আজ অনেকদিন আমি এপথ দিয়ে যখনই যাওয়া আসা করি, তখনি আপনাকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখি এবং আমার দিকে অপলক নেত্রে চেয়ে থাকতে দেখি, কেন? আবারও আকাশ আমতা আমতা করতে লাগল কি জবাব দেবে। কোনদিন কোন মেয়ের সামনে কখনো এ অবস্হায় পড়েনি সে। যারা পড়েছে তাদের অভিজ্ঞতা আছে কিন্তু তার তো কোনটাই নেই। তবুও আকাশ বলল, না মানে, মানে আপনি খুব সুন্দর।

মানুষ সুন্দরের পূজারী, আমিও তাদের দলে। আপনি যদি কিছু মনে না করেন তবে একটা সত্যি কথা বলি, আপনাকে আমার খুব ভালো লাগে। হয়তো এ ভালো লাগা থেকে ভালও বেসে ফেলেছি। বৃষ্টি রেগে উঠল, অগ্নিশর্মা চোখ নিয়ে আকাশের পানে চেয়ে বলল, কি বললেন, আপনার এত বড় সাহস। কারো অনুমতি না নিয়ে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখছেন - এ হতে পারে না।

না বৃষ্টি, এভাবে বলবেন না, কাতর কণ্ঠে আকাশ বলল, মনে দুঃখ পাবো, মানুষতো স্বপ্ন নিয়েই বেঁচে আছে। কেউ বড় লোক হবার, কেউ বিদেশ যাবার, কেউ জয়ের আমার স্বপ্ন একটাই - আপনাকে পাওয়া। থামুন, কড়া গলায় বৃষ্টি বলল। আপনি দেখছি আমার নামও জানেন। না জানি আর কি কি জেনেছেন? এটাতো স্বাভাবিক বৃষ্টি।

মানুষ যাকে পছন্দ করে, যাকে ভালবাসে, যাকে নিয়ে স্বপ্ন দেখে বেঁচে থাকার - তার সম্পর্কেতো কিছু সে জানে বা জানাটা অস্বাভাবিক কিছু নয়। হয়েছে থামুন মিঃ .................. আকাশ। আকাশ চৌধুরী। অনেক হয়েছে। আপনি আপনার স্বপ্ন নিয়ে থাকুন, আমি গেলাম।

প্লীজ বৃষ্টি, এভাবে বলবেন না, আমি একটা নির্দিষ্ট জবাব আশা করছি। বৃষ্টি ততোক্ষণে সামনের পথের বাঁক দিয়ে চলে যাচ্ছে গন্তব্যপথে। প্লীজ বৃষ্টি, প্লীজ থামুন। কিন্তু বৃষ্টি চলে গেলো, থামলো না। দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে ফিরে চলল আকাশ তার গন্তব্য পানে।

চলবে....................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।