আমাদের কথা খুঁজে নিন

   

আমানকে ফের গ্রেপ্তার, প্রতিবাদে হরতাল

নগরীর বাইরে জেলায় এই হরতাল পালিত হবে বলে ঢাকা জেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান জানিয়েছেন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান মঙ্গলবার জামিনে কাশিমপুর কারগার থেকে বের হওয়ার পরপরই পুনরায় গ্রেপ্তার হন।
তার সঙ্গে কারামুক্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্মমহাসচিব মোহাম্মদ শাহজাহানকেও বিকালে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
এই তিন বিএনপি নেতাকেই গত ১১ মার্চ বিএনপি কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছিলো।


ঢাকা জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ছাড়া ঢাকা জেলার আওতাধীন সাভার, কেরানীগঞ্জ, ধামরাই, দোহার ও নবাবগঞ্জে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল হবে।
বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব আমান কেরানীগঞ্জের সাবেক সংসদ সদস্য।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে উচ্চ আদালতের জামিনের পর আমানকে ফের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।
দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, আমান, জাহিদ ও শাজহাহানকে পুনরায় গ্রেপ্তারের ‘পাঁয়তারা’ চলছে।
গ্রেপ্তারের পর বিবৃতিতে শামসুজ্জামান বলেন, “উচ্চতর আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পরও নতুন করে মিথ্যা মামলা দায়ের করে জাতীয় নেতাদের কারাগারে আটকে রেখে রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপ কখনো সফল হবে না।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।