আমাদের কথা খুঁজে নিন

   

রৌদ্র জোস্নায় দ্রোহের অনল



রোদ্দুর আমি পাশের ঘরে থাকি। ভিজে স্যাঁতস্যাতে এই ঘরে রাজ্যের দুঃখ বেঁধেছে বাসা, এক চিলতে রোদ্দুর পেলে হুড়োহুড়ি করি সর্বক্ষণ আজ রোদ্দরের খুব প্রয়োজন। রোদ্দুরের অনলে আজ পুঁড়েই হবো খাঁটি আজীবন অঙ্গে বসন বাংলার ধুলো-মাটি। জোসনা আমি বুভুক্ষের সন্তান। অন্ধকারে ঢাকা অলিগলি পেরিয়ে বের হতে পারিনা, অমাবশ্যা আর পূর্ণিমায় সব একি লাগে প্রতিক্ষণ আজ জোসনার খুব প্রয়োজন। জোস্নার শুভ্রতায় জ্বালাবো দ্রোহের অনল পুঁড়ে ছাঁই হয়ে যাবে তাতে শত্রুর সম্বল। ১৪/০৫/২০১০ প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর রাত ১১টা৩০ মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।