আমাদের কথা খুঁজে নিন

   

আঁর তালতো বাই



ওরে আঁর তালতো বাই মিসকল দিলাম, এসএমএস করলাম উত্তর দিলা নাই। ওরে বন্ধু আঁর, মিয়া বাই ধড়পড় পরান উড়াধুড়া তোঁয়ার কথা হুনবার লাই। কত্তো দুরে থাকো তুই কত্তো দূরে বাড়ী মনডা আঁর উইরা যায় দেয় যে সাগর হাড়ি। কত্তো দিন হইয়া গেল সোন্দর মোখখান দেহি নাই মিডা কথা হুনি নাই।। গ্রীষ্মকালে গরম লাগে আর শীতের কালে শীত তালতো ভাই দেশত নাই কে হুনাইবো গীত চান্দ সুরুজ তোঁয়ারে দেহে কিরন মাহায় মুখে কি কষ্টে যে আঁই আছি আছি কতো দুখে মাস গেল বছর গেল মনরে কত আর রাহি বুজাই তোঁয়ার আওয়াজ হুনবার চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।