আমাদের কথা খুঁজে নিন

   

৩০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি- মডেল টেস্ট-৮  বাংলাদেশ বিষয়াবলি

দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,

প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আজ মডেল টেস্ট ছাপা হলো। সঠিক উত্তর মিলিয়ে নিন আগামীকাল। ১. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়— (ক) ১৭০০ সালে (খ) ১৭৫০ সালে (গ) ১৭৮০ সালে (ঘ) ১৭৯৩ সালে। ২। কার সময়ে বাংলা নববর্ষ চালু করা হয়— (ক) বিজয় সেন (খ) সম্রাট আকবর (গ) লক্ষ্মণ সেন (ঘ) মহীপাল ৩।

শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত? (ক) কিশোরগঞ্জে (খ) বগুড়ায় (গ) নেত্রকোনায় (ঘ) মহাস্থানে ৪। ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় কত সালে? (ক) ১৬১০ (খ) ১৯৪৭ (গ) ১৯৫৭ (ঘ) ১৯৭১ ৫। ‘বাসস’ কী? (ক) সার কারখানা (খ) সংবাদ সংস্থা (গ) এনজিও (ঘ) খেলা ৬। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? (ক) পদ্মা (খ) মেঘনা (গ) যমুনা (ঘ) মধুমতী ৭। বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয়? (ক) সিলেটে (খ) নোয়াখালীতে (গ) কুমিল্লায় (ঘ) রংপুরে ৮।

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? (ক) ১০০ (খ) ১৫০ (গ) ২০০ (ঘ) ২৫০ ৯। হরিপুর তেলক্ষেত্র আবিষ্কৃত হয় কোন সালে? (ক) ১৯৮৫ (খ) ১৯৮৬ (গ) ১৯৮৭ (ঘ) ১৯৮৮ সালে। ১০। তুলাচাষের জন্য সবচেয়ে উপযোগী জেলা কী ক) যশোর (খ) রংপুর (গ) কক্সবাজার (ঘ) ফরিদপুর ১১। বরিশালের প্রাচীন নাম— (ক) সন্দ্বীপ (খ) জালালাবাদ (গ) চন্দ্রদ্বীপ (ঘ) নাসিরাবাদ ১২।

ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তনগর ট্রেনের নাম কী? (ক) এগারসিন্ধুর (খ) পারাবত (গ) পাহাড়িকা (ঘ) লালমণি ১৩. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? (ক) হাইল (খ) হাকালুকি (গ) করচার হাওর (ঘ) ছায়ার হাওর ১৪. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে ছিলেন? (ক) নুরুল আমীন (খ) মোহাম্মদ আলী জিন্নাহ (গ) খাজা নাজিমুদ্দীন (ঘ) এ কে ফজলুল হক ১৫. পূর্ববঙ্গ জমিদারি বিলোপ ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয়— (ক) ১৯৫০ সালে (খ) ১৯৫২ সালে (গ) ১৯৫৫ সালে (ঘ) ১৯৫৭ সালে। ১৬. ছয়দফা প্রণীত হয় কোন সালে? (ক) ১৯৬০ (খ) ১৯৬৫ (গ) ১৯৬৬ (ঘ) ১৯৬৯ সালে। ১৭. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? (ক) নভেরা আহমেদ (খ) হামিদুর রহমান (গ) লুই আই কান (ঘ) মঈনুল হোসেন। ১৮. সর্বশেষ উপজেলা নির্বাচন হয়েছে ২০০৯ সালের— (ক) ২২ জানুয়ারি (খ) ২২ ফেব্রুয়ারি (গ) ১ মার্চ (ঘ) ২২ জুন ১৯. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? (ক) মেঘনা (খ) শীতলক্ষ্যা (গ) যমুনা (ঘ) বুড়িগঙ্গা ২০. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল— (ক) সিপাহী (খ) ল্যান্সনায়েক (গ) মেজর (ঘ) ক্যাপ্টেন। ৩০তম বিসিএস মডেল টেস্ট: সঠিক উত্তর মডেল টেস্ট-৭: 1. c, 2. a, 3. b, 4. c, 5. d, 6. b, 7. d, 8. d, 9. a, 10. d, 11. b, 12. b, 13. c, 14. c, 15. c, 16. d, 17. b, 18. b, 19. b, 20. b.


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.