আমাদের কথা খুঁজে নিন

   

একদম নতুন একটি কৌতুকঃ ইন্টারভিউ

প্রশ্ন করেই যাব অবিরত

এক চাকরি প্রার্থী ইন্টারভিউ দিচ্ছেন। পরীক্ষকঃ আচ্ছা বলুন তো ‘আমি গোসল করছি’ এর ইংরেজি কি হবে? প্রার্থীঃ ভুলে গেছি স্যার, দুঃখিত। পরীক্ষকঃ এত সহজ উত্তর দিতে পারলেন না। আচ্ছা আরেকটা প্রশ্ন করি। পার্থীঃ স্মরণ হয়ে গেছে স্যার।

পরীক্ষকঃ কি স্মরণ হয়ে গেছে? প্রার্থীঃ ‘আমি গোসল করছি’ এর ইংরেজি। পরীক্ষকঃ আচ্ছা বলেন তো। প্রার্থীঃ আই এম বাথিং!!! পরীক্ষকঃ গুড!! আরেকটি বাক্য বলি। ‘আমি বাথরুম করিতেছি’ এর ইংরেজি কি হবে? প্রার্থীঃ আই এম বাথরুমিং। পরীক্ষকঃ আচ্ছা আপনি এত অদ্ভুত ইংরেজি করেন কেন? প্রার্থীঃ ‘আই এম হাগিং’ বলতে স্যার কেমন যেনো লাগে তাই।

বিশ্বাস করেন স্যার আমি এই ইংরেজি জানতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.