আমাদের কথা খুঁজে নিন

   

টিউলিপ, নামটা সুন্দর, শেখ রেহানা আপার মেয়ে, ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, খুশী হবো কিনা বুঝতে পারছি না।

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

রুশনারা নয়, ব্রিটেন নির্বাচনে আমাদের জন্য আরও সুখবর আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। লন্ডনের ক্যামডেন কাউন্সিলের রিজেন্ট পার্ক ওয়ার্ড থেকে লেবার পার্টির টিকেটে টিউলিপ কাউন্সিলার নির্বাচিত হন। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ দীর্ঘ ১০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন এবং লেবার পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। লন্ডন লেবার পার্টির প্রেস অফিসার টিউলিপ সাবেক এমপি উনা কিং, মন্ত্রী সদিক খান ও এমপি হ্যারি কোহেনের সঙ্গে কাজ করেছেন।

তিনি লন্ডনের ইয়ং লেবারের মহিলা বিষয়ক অফিসার এবং ব্ল্যাক এথনিক মাইনরিটি অফিসার হিসেবে কাজ করেন দুই বছর। লন্ডনের ক্যামডেন বাংলাদেশ মেলা কমিটি এবং টিএন্ডজি ট্রেড ইউনিয়নেরও সদস্য টিউলিপ। টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ব্র"নেই, সিঙ্গাপুর ও ভারতে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রেস অফিসে ইন্টার্নশিপ করেন। সেই থেকে সাংবাদিকতায় তার আগ্রহ সৃষ্টি হয়।

টিউলিপ স্থানীয় পত্রিকা হ্যাম অ্যান্ড হাইয়ে নিয়মিত লেখেন। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তিনি অ্যাসোসিয়েট সদস্য। কিন্তু কথা হলো, জয়, টিউলিপ, সবায় যতি ব্রিটেনে বিয়া করে, থাইকা যায়, এদেশের রাজনীতির কি হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.