আমাদের কথা খুঁজে নিন

   

সমীপেঃ somewherein blog team বিষয়ঃ এক কমেন্টেই সেফ থেকে জেনারেল !!! মডুর একচোখা নীতির কাছে প্রশ্ন



we are sorry to inform that we had to remove one of your comments from a particular post (আজ ৭ই মে-২০০৭ এর এই দিনের জন্য অভিনন্দন ও ক্রিতগ্গতা জানাই শেখ হাসিনাকে) . please note: this action is taken to maintain a good environment of the blog according to rule: 5b. we may delete comment without the permission of page owner if, the comment contains personal attack, harassment, defamation, vulgarity, profanity, obscenity, name calling or pornography. ৫খ. যদি কোন ব্লগের মন্তব্যে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত উপাদান থাকে তাহলে ব্লগ লেখকের অনুমতি ছাড়াই সেই মন্তব্য মুছে দিতে পারি । thank you in advance you for your understanding. regards, somewherein blog team. জনাব somewherein blog team, আমার ব্লগের মন্তব্যে কোন ব্যক্তিকে আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত উপাদান কোন কিছুই ছিলোনা । যারা আজে বাজে ফালতু পোষ্ট দিয়ে যায় তাদেরকে কিছু করা হয়না, আর যারা মন্তব্য করে তারাই খারাপ। খোড়া যুক্তিতে কেন তাহলে আমাকে সেফ থেকে আমাকে জেনারেল করা হল সেটা কি আমি জানতে চাইতে পারিনা? লেখক তার পোষ্টে উল্লেখ করেছেন ৭ই মে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করেছেন তাই তিনি উনি অনেক কৃ্তজ্ঞ । কিন্তু আমার কথা হলো দেশে এসে তিনি এমন কোন গড় উল্টান নাই যার কারনে তার কাছে কৃ্তজ্ঞ থাকতে হবে ।

সুস্থ, সুন্দর, স্বাভাবিক রাজনীতি কে আমিও সমর্থন করি তাই বলে কারো অন্ধ ভক্ত আমি হতে পারবো না । আমার একটাই অপরাধ হতে পারে সেটা হলো আমি এদেশের কোন নোংরা রাজনীতি কে সমর্থন করতে পারিনা, এদেশের রাজনীতি, নেতা নেত্রীর নাম আসলে আমার মুখে একদলা থুথু চলে এসে, এদেশের অসুস্থ রাজনীতিকে অন্ধভাবে সমর্থন করতে পারিনা । এটা আমার মজ্জাগত, এটা আমার রক্তের দোষ । তাই আমাদের দেশের নেতাদের কথা আসলে, রাজনীতির কথা আসলে আমার মুখে থুথু আসবেই, সেটা আমি জেনারেল হই বা তার নিচের হই । ধন্যবাদ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।