আমাদের কথা খুঁজে নিন

   

মেজাজ খুবই খারাপ খুবই খারাপ

কত আজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে নিকট,বন্ধু, পরকে করিলে ভাই।

কয়েক দিন ধরে নেট কানেকশন পেতে ভীষন অসুবিধা হচ্ছে। একবার পেলে কেটে যাচ্ছে, যদিও বা কখনও পাওয়া যায় তবে সামুতে কিছুতেই আসা যায় না। কেন যে এই অবস্থা কিছুই বুঝতে পারছিনা। মেজাজ এমন খারাপ হয়ে যায় মাঝে মাঝে।

মেজাজ খারাপ নিয়ে আজ তাই লিখতেই বসলাম। আমি গত তিন/চার মাস যাবত এই সমস্যায় ভুগছি। কেন পাচ্ছি না নেট কানেকশন তা পরীক্ষা করতে যেয়ে একবার গ্রামীন ফোনে দিয়ে চেষ্টা করছি আর একবার ডায়াল আপ দিয়ে চেষ্টা করছি। একবার গ্রামীনের মডেম আর একবার হোমে এর মডেম --অবস্থা তথৈবচ। অর্থাৎ আমার মডেম দুইটার একটাও নষ্ট না এমন কি ডায়াল আপ কানেকশনও ঠিক আছে।

নেট কানেকশন পেলেও সামু তে প্রবেশ করা কেন যাচ্ছে না??? সার্ভার খুবই দুর্বল। যদিও বা প্রবেশ করলাম একটু পরেই বলছে -- Unable to connection Firefox can't establish a connection to the server at http://www.somewhereinblog.net. * The site could be temporarily unavailable or too busy. Try again in a few moments. * If you are unable to load any pages, check your computer's network connection. * If your computer or network is protected by a firewall or proxy, make sure that Firefox is permitted to access the Web. আমি আমার কম্পিউটার এ শেষ পর্যন্ত windows xp কয়েকবার লোড করেছি কিন্তু কোন লাভ নেই। এমন কি হাসপাতালে ও পাঠিয়েছি কিন্ত নেটওয়ার্কের কোন উন্নতি হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।