আমাদের কথা খুঁজে নিন

   

মেজাজ খারাপ



এমনিতেই আবহাওয়া চরম বিট্রে করে চলেছে, ঠান্ডায় ঘর থেকে বের হওয়া দায়। সন্ধ্যা সাড়ে ছয়টায় অফিস থেকে বাসায় ফিরেছি। এসে দেখি বুয়া আসেনি তাই রান্না ও হয়নি। ফ্রিজ খুলে দেখি গড়ের মাঠ। বৌ বাপের বাড়ি গেছে প্রায় একমাস হলো এখন ও তার ফেরার নামটি নেই। এই ঠান্ডার মধ্যে ছয় তলা থেকে নেমে হোটেলে খেতে যাব এত বড় পাগল এখন ও হতে পারিনি, এদিকে হাতে বেশ কিছু কাজ থাকায় রান্নাঘরে ঢুকতে মন চাচ্ছে না। মেজাজ সপ্তমে চড়ে গেল প্রথমে বুয়ার পরে, এর মধ্যে বৌ এর কল, জিগায় কি করি, মারলাম ঝাড়ি। অবশ্য বৌ বাসায় থাকলে ও রান্না আমাকেই করতে হয়, তাই ঝাড়িটা ফাও। এখন কি আর করি, গরম গরম কফি আর টোস্ট এই হলো রাতের আহার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।