আমাদের কথা খুঁজে নিন

   

২৫ শে বৈশাখ

কবিতা ভালোবাসি ।

মেয়ে মানুষ হওয়ার এই এক সমস্যা । ইচ্ছে করলেই কোথাও যাওয়া যায় না । আজ ২৫ শে বৈশাখ । আজ বাণ্গালী জাতিকে বিশ্ব সাহিত্য দরবারে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে মানুষটি তার জন্ম দিন।

আজ আমি ছায়ানট এ যেতে চাচ্ছিলাম । মেয়ে মানুষ হওয়ার সমস্যা এই যে চাইলেই কোথাও যাওয়া যায় না । মা রাগ করবেন ভেবে যাওয়া হয়নি একা একা । ঐ জায়গাটায় যারা গিয়েছেন তারা জানেন কি অদ্ভুত লাগে ওখানে বসে গান শুনতে যারা রবীন্দ্র সংগীত ভালোবাসেন । আমি যে ভালোবাসি তা বলার অপেক্ষা রাখে না ।

জীবনের এমন কোনো অনুভূতি নেই যা নিয়ে রবীন্দ্রনাথ লেখেন নি । জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যা নিয়ে রবীন্দ্রনাথ লেখেন নি । সকাতরে ঐ কাঁদিছে সকলে শোনো শোনো পিতা কহ কানে কানে শোনাও প্রানে প্রানে মণ্গল বারতা..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।