আমাদের কথা খুঁজে নিন

   

জুতা ও মধ্যবিত্ত শ্রেণির মানসিক সংকট

রুদ্ধদারে চেতনা বন্দি, স্বপ্নে শকুনীর ডানার গাঢ় অন্ধকারের সর্বগ্রাসী বেগবাণ স্রোতে দিশেহার দীপ্ত জোনাকির আলোর মিছিল! কুটীল দেবতার বর্বর চাল। অশুভশক্তির ক্রমশ হবে উত্থান। আমি অভিমন্ব, জন্ম থেকে জেনে আসা ভবিষ্যৎ এর নির্মম দ্রষ্টা, আমি সিসিফাস, দেবতার বিরুদ্ ভাই শুনেন বেশি দামের জুতা আমারে দেখাইয়েন না; হঠাৎ পছন্দ হয়ে যাবে বিপদে পড়ে যাব,কিনতে পারবনা শুধু শুধু কষ্ট পাব! কষ্ট করে হয় তো কিনেও ফেলতে পারি কিন্তু সেটা পড়ে ঠিক আরাম পাবনা!! আরাম পাবেন না মানে? কি যে বলেন ভাই! জুতা পায়ে দিয়ে মনে হবে আপনি শ্যূনের মধ্যে হাটছেন!এতো হালকা! খুব ফিটিং হবে ভাই! আরে ভাই আমি সেই আরামের কথা বলছিনা ,মানসিক আরামের কথা।যেমন ধরেন ,এখন বৃষ্টি বাদলের দিন,বৃষ্টি হলে আমার আবার মাথা থাকে না ঠিক,বৃষ্টি ভেজা আমার আবশ্যক কর্তব্য হয়ে পড়ে!আপনার জুতা পড়ে তো আমি ভিজতে পারবোনা ,বৃষ্টিতে ভিজতে হয়তো পারবো কিন্তু আগের মতো শান্তি পাবনা সারাক্ষন মনে হবে দামি জুতা পানি টানি লাগলে নষ্ট হয়ে যাবে! যখন তখন দৌড়াতেও পারবনা, মনে হবে দৌড়ালে বোধহয় জুতাটা ছিড়ে যাবে তাড়াতাড়ি! দামি জুতা! জুতার উপরে বসতেও পারবনা আরাম করে! বস্তুত এই দামি জুতার জন্য আমার স্বভাবিক জিবন যাপন বিপর্যস্ত হয়ে পড়বে বেশ ভালো ভাবেই। সামান্য এক জুতার জন্য জীবন হেল হয়ে যাবে এবং সেটা মেনে নেওয়া আমার জন্য খুবই কষ্টসাধ্য ব্যপার!! মেনে নিতে পারিওনা!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.