আমাদের কথা খুঁজে নিন

   

জুতা কাহিনী

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।

নাগরা জুতার নকশা করা কাজ নাগরা জুতা সফেদ অতিশয় নাগরা জুতার একটুও নাই ভাঁজ সেই জুতা কি নোংরা পায়ে যায়? নাগরা জুতা জড়ির ফিতায় ঢাকা নাগরা জুতা দারুণ পদ্যময় নাগরা জুতার নিপুন আঁকাজোকা রুক্ষ যে পা, সেই জুতাটির নয়। নাগরা জুতা সস্তাও হ’তে পারে নাগরা জুতা তবুতো খান্দানী নাগরা জুতা নয় হে আস্তাকুরে তফাৎ যাও গো কাদা এবং পানি! নাগরা জুতার একটু শুধু ভয় নাগরায় যদি মেশিনের লাগে ঢেউ! নাগরায় যদি পাম স্যু করে ভর? বুর্জুয়া জুতা, ঠেকাতে পারবে কেউ? এই তো গেল নাগরা জুতার কথা, পাম স্যুও কি দ্বিধাহীণ অক্ষয়? নাগরা জুতার ভাগ্যে ছিল যথা- সকল জুতাই ভেজালমুক্ত নয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.