আমাদের কথা খুঁজে নিন

   

রুশনারা এগিয়ে চলুন আমরা আছি তোমার সাথে ।



বিশ্বনাথে আনন্দের বন্যা: রুশনারা আলী যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ায় গতকাল শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলায় আনন্দের বন্যা বয়ে যায়। উপজেলার সবখানে মিষ্টি বিতরণ, কোলাকুলি ও আনন্দ মিছিলের দৃশ্য চোখে পড়ে। বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের ভূরকি গ্রামের প্রবাসী আফতাব আলী ও রানু বেগমের দ্বিতীয় মেয়ে রুশনারা আলী। ১৯৭৫ সালের ১৪ মার্চ তাঁর জন্ম। তাঁর ডাকনাম স্বপ্না।

সাত বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে ব্রিটেন যান তিনি। ওই সময় রুশনারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি খুব চটপটে ও মেধাবী ছিলেন বলে স্বজনদের সূত্রে জানা গেছে। গতকাল ভূরকি গ্রামে গিয়ে দেখা যায়, রুশনারার বিজয়ে গ্রামের সব মানুষ খুব খুশি। গ্রামের সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা বলেন, ‘এমন আনন্দের সংবাদ আর কখনো পাইনি।

আশা করি রুশনারা বিশ্বের দরবারে ভূরকি, তথা বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে। ’ বাবার বাড়ি ও মামার বাড়ি পাশাপাশি হওয়ায় শৈশবে দুই বাড়িতেই অবাধ যাতায়াত ছিল রুশনারার। তবে প্রয়াত নানি গুলেস্তা বিবির সান্নিধ্যেই তাঁর বেশি সময় কাটত বলে স্বজনেরা জানান। রুশনারার জন্য স্থানীয় শিক্ষক ফখরুদ্দিনকে গৃহশিক্ষক হিসেবে রাখেন নানি। যুক্তরাজ্য যাওয়ার আগে রুশনারা ভূরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তেন।

তখন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন পাশের মিরপুর গ্রামের হাবিবুর রহমান (৭৮)। রুশনারাকে তিনি বর্ণমালা শেখান। নির্বাচনের দিনও তিনি জানতেন না যে তাঁর সেই ছাত্রী ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির মনোনয়ন নিয়ে লড়ছেন। রুশনারার ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হওয়ার কথা শুনে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘শৈশব থেকেই স্বপ্না মেধাবী ও স্মার্ট ছিল।

বিভিন্ন বিষয়ে জানার ব্যাপারে তার খুব আগ্রহ ছিল। আশা করি, সে বিশ্বনাথের নাম আরও উজ্জ্বল করবে। ’ সাপ্তাহিক ছুটিতে বিশ্বনাথের রাস্তাঘাট তুলনামূলকভাবে কিছুটা শান্ত থাকে। গতকাল ছিল এর ব্যতিক্রম। সন্ধ্যা ছয়টার দিকে সংবাদমাধ্যমের কল্যাণে রুশনারার জয়ী হওয়ার খবর ছড়ালে স্থানীয় লোকজন আনন্দে মেতে ওঠেন।

রুশনারার বাবা ও মামার বাড়ি থেকে সাংবাদিকসহ স্বজন ও প্রতিবেশীদের মিষ্টিমুখ করানো হয়। বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে সন্ধ্যায় একটি বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ হয়। এতে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশার মানুষ যোগ দেন। প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তজম্মুল আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, রুশনারা আলীর ক্যাম্পেইন কমিটির সদস্য পংকি খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠক আবদুল মতিন, কলমদর আলী, মোক্তার আলী, মখদ্দছ আলী, নিজাম উদ্দিন, সাংবাদিক মো. আবদুল মজিদ, এমদাদুর রহমান মিলাদ, সুব্রত রঞ্জন দেব, নুরুল ইসলাম, মোহাম্মদ আলী শিপন, নূর উদ্দিন প্রমুখ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.