আমাদের কথা খুঁজে নিন

   

ভোজনের প্রাকমুহূর্ত

শাফিক আফতাব---------- খাবার আগে কেবলই মনে হয়, আমি কী খেলাম, কার খেলাম নিজের কায়িকের বা বাবার ? না শ্বশুরের দেওয়া যৌতুকের, না আপনা ব্যবসার না অন্য কারো ? না কারো পাকাধানে মই দিয়ে, না ইতিমের হক মেরে ? টেন্ডার বাগালাম না ? ভাউচার সৃজন করলাম ? না চোরের মাল ভাঙলাম ? না খাদ্যে ভেজাল দিলাম ? না বিদেশে লোক পাঠিয়ে বখসিস পেলাম ? ঘুষ খেয়েছি ? না বউয়ের হার চুরি করেছি ? জমির দালালি ? না খেটে খাওয়া মানুষের মতো মাঠে জলে ময়দানে অফিসের কামরায় বুথ হয়ে কাজ করেছি ? না খোলানে ভেঙেছি ইট ? আমি মাস শেষে যে বেতন পেলাম বা বাবার বা আমার জমির যে শষ্য হলো ? তাই খেলাম কি আমি ? না আজকে কারো অতিথি ছিলাম ? খাবার আগে কেবলই মনে হয় এশা মাছি পড়েছে কি এতে, হালাল নামক যে শব্দটি ধর্ম বইয়ের অপরিহার্য অঙ্গ তার ছোয়া কি প্রতিটি ভাতে আছে ? এই হিসাব কেউ করেছি একদিন ? করে দেখিনা, দেখি, আমাদের স্বাভাবিক জীবন নদীর মতো চলে ? না থেমে যায়, না হারাম খাওয়ার অপরাধে পঙ্গু হয় ? অথর্ব পড়ে থাকে ? নিসর্গ : ঢাকা ২২.০৫.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।