আমাদের কথা খুঁজে নিন

   

৩০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি-মডেল টেস্ট ০৪ (বাংলা)

দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,

মডেল টেস্ট-৩ এর সঠিক উত্তর মিলিয়ে নিন । ১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. ঘ, ৬. খ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. গ। প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের মডেল টেস্ট দেওয়া হলো। সঠিক উত্তর মিলিয়ে নিন আগামীকাল। ১।

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? ক. শবপোড়া খ. শবদাহ গ. শবমড়া ঘ. মড়াদাহ ২। ‘চাবি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক. ফারসি খ. ইংরেজি গ. পর্তুগিজ ঘ. ওলন্দাজ ৩। বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? ক. বিষ্ণু দে খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. বুদ্ধদেব বসু ঘ. সত্যেন সেন ৪। ‘যা বলা হয়নি’ এক কথায় কি বলে? ক. অউক্ত খ. অব্যক্ত গ. অনুক্ত ঘ. বলা হয়নি ৫। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? ক. ঠলী খ. পানাস গ. পাঠক ঘ. সেলামি ৬।

বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? ক. নাটক খ. প্রবন্ধ গ. গীতিকবিতা ঘ. ছোটগল্প ৭। ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা? ক. গৃহদাহ খ. মৃত্যুক্ষুধা গ. চোখের বালি ঘ. কৃষ্ণকান্তের উইল ৮। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে? ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. দৌলত কাজী গ. ড. হুমায়ুন আজাদ ঘ. আবুল মনসুর আহমদ ৯। কোনটি শুদ্ধ? ক. সৌজন্ন খ. সৌজন্নতা গ. সৌজন্য ঘ. সৌজন্যতা ১০। ‘অর্ধচন্দ্র’-এর অর্থ— ক. অর্ধেক খ. দ্বিতীয় গ. অমাবস্যা ঘ. গলাধাক্কা ১১।

‘এখানে যারা প্রাণ দিয়েছে, রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে, সেখানে আমি কাঁদতে আসিনি’-এর রচয়িতা কে? ক. জহির রায়হান খ. কবীর চৌধুরী গ. মাহবুব আলম চৌধুরী ঘ. সত্যেন সেন ১২. বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি কে? ক. শাহ মোহাম্মদ সগীর খ. শেখ ফয়জুল্লাহ গ. মুহম্মদ কবীর ঘ. জসীমউদ্দীন ১৩। নিচের শব্দগুলোর মধ্যে কোন দুটি বানানই শুদ্ধ? ক. হাতি/হাতী খ. নারি/নারী গ. জাতি/জাতী ঘ. দাদি/দাদী ১৪। রূপসী বাংলার কবি বলা হয় কাকে? ক. কালিদাস রায় খ. দাউদ হায়দার গ. জীবনানন্দ দাশ ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত ১৫। শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, এক বিন্দু দিলেম শিশির’—এই অংশটুকুর মূল প্রতিপাদ্য— ক. প্রতিদিন খ. প্রত্যুপকার গ. অকৃতজ্ঞতা ঘ. অসহিষ্ণুতা ১৬। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? ক. ওরা কী করে খ. আপনি আসবেন গ. তোরা খাসনে ঘ. আমরা যাচ্ছি ১৭।

কোনটি ঐতিহাসিক নাটক? ক. শর্মিষ্ঠা খ. রাজসিংহ গ. পলাশীর যুদ্ধ ঘ. রক্তাক্ত প্রান্তর ১৮। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে কিসে? ক. মহাকাব্যে খ. নাটকে গ. উপন্যাসে ঘ. সনেটে ১৯। ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের প্রধান উপজীব্য কি? ক. মাঝি মাল্লার সংগ্রামী জীবন খ. পাহাড়ি জনগণের জীবন গ. জেলেজীবনের বিচিত্র সুখ-দুঃখ ঘ. চাষিজীবনের করুণ চিত্র ২০। ‘বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? ক. বকধার্মিক, বেড়ালতপস্বী খ. রুই-কাতলা, কেউকেটা গ. বকধার্মিক, ভিজে বেড়াল, ঘ. অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.