আমাদের কথা খুঁজে নিন

   

আজ এই আকাশ (গান)

অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে ছন্দছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপনমনে। মাঝে মাঝে মনে পড়ে- সেইসব দিনগুলো তুই ছিলিনা যখন মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো তুই ছিলি না যখন তুই রবি আমারই তুই ছবি আমারই তোরে ছাড়া বাঁচি আমি কেমনে? বড় একা আমি নিজের ছায়ার মতো শূণ্যতার মতো দীর্ঘশ্বাসের মতো নিঃসঙ্গ বৃক্ষের মতো নির্জন নদীর মতো বিষন্ন দ্বীপের মতো মৌন পাহাড়ের মতো আজীবন সাজাপ্রাপ্ত দন্ডপ্রাপ্ত আসামীর মতো বড় একা আমি...বড় একা আমি... মেঘে মেঘে কতো বেলা কেটে যায় শুধু বিষাদের ভেলায় তুই ছাড়া একা একা দিন কাটেনা স্মৃতিরও ছায়ায় তুই রবি আমারই তুই ছবি আমারই তোরে ছাড়া বাঁচি আমি কেমনে আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকে ধরে ছন্দছাড়া হয়ে আমি খুজি তোরে আপনমনে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।