আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের মতো সারা পৃথিবীতেই ইন্টারনেট স্লো হয়ে গেছে নাকি? সবাই কি কবুতরের মাধ্যমেই বার্তা প্রেরন শুরু করছে? কবুতর এর এতো দাম কেন?

কাউকে আনন্দ দিতে পারব কিনা জানিনা, কিন্তু দুঃখ দিতে চাইনা চার লাখ ডলারে বিক্রি হয়েছে ‘বোল্ট’ নামের একটি দ্রুত গতিসম্পন্ন কবুতর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি ১২ লাখ টাকা। নিলামকারী ওয়েবসাইট পিপা সূত্রে এ কথা জানা যায়। পিপার কর্মকর্তাদের দাবি, চীনা এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা বেলজিয়ান এই কবুতর এযাবত্কালের সবচেয়ে দামি কবুতর। পিপার প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোলাস গাইসেলব্রেখট বলেন, ‘কবুতরটির দাম দেখে আমি হতবাক!’ এটি অসম্ভব দ্রুত গতির এক রেসিং কবুতর।

তার ওড়ার গতির সঙ্গে বিজলির চমকের তুলনা করা হয়। এ জন্য খ্যাতনামা দৌড়বিদ উসাইন বোল্টের নামানুসারে নাম রাখা হয়েছে ‘বোল্ট’। ওই চীনা ব্যবসায়ী বোল্টের মাধ্যমে এই প্রজাতির কবুতরের বংশবিস্তার করাবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে সর্বশেষ ২০১১ সালে যুক্তরাজ্যে ১৬ হাজার ইউরোতে একটি ‘রেসিং কবুতর’ বিক্রি হয়েছিল। সেটিও কিনে নিয়েছিলেন এক চীনা ব্যবসায়ী।

বিবিসি, ফক্সনিউজ অনলাইন। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.