আমাদের কথা খুঁজে নিন

   

খান আতা !!!! এক বহুমুখী প্রতিভার নাম.........

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

অনেকদিন পর আবার "আবার তোরা মানুষ হ' "ছবিটি দেখছিলাম। ছবির একটা অসাধারন চরিত্র একজন অধ্যাপকের। যিনি এই চরিত্রে অভিনয় করেছেন তিনি সবার প্রিয়মুখ জনাব খান আতাউর রহমান। একদিকে যেমন চলচ্চিত্রকার, কখনো অভিনেতা,কখনো গীতিকার ,কখনোবা সুরকার। আবার মাইক্রফোনের সামনে দাড়িয়ে কখনো নিজেই শিল্পী।

ভাবছিলাম কি বিরল প্রতিভা নিয়েইনা উনি জন্মগ্রহন করেছিলেন। অথচ আশ্চর্য্যের ব্যাপার হল কোন নির্দিষ্ট গন্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ব রাখেন নাই সফলতা পাবার পরেও। অনেকটা খেয়ালী স্বভাবের। যখন যেটা চেয়েছেন,সেটাই করেছেন। এবং প্রত্যেক জায়গায় সফলতার সাক্ষর রেখেছেন।

যাই হোক, উক্ত ছবিতে ববিতার ঠোটে আবিদা সুলতানার " তুমি চেয়েছিলে ওগো জানতে " গানটি শুনে শুনে ভাবছিলাম উনার রচিত এবং সুরারোপিত এমন কোন গান কি বাকী আছে যা আমার সংগ্রহে নাই? থাকার তো কথা। তবে একে একে মনে পড়ে গেল তাঁর রচিত এবং সুরারোপিত অনেকগুলো গান। যেমনঃ এক নদী রক্ত পেরিয়ে---------------------শাহনাজ রহমত উল্লাহ তোমার আগুনে পোড়ানো এ দুটি চোখে------শাহনাজ রহমত উল্লাহ এ কী সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে----সাবিনা ইয়াসমিন তুমি চেয়েছিলে ওগো জানতে-----------------আবিদা সুলতানা রংধনু চোখে চোখে,কথাকলি মুখে মুখে--------সাবিনা ইয়াসমিন মন যদি ভেঙ্গে যায় যাক-----------------------সাবিনা ইয়াসমিন এ আধার কখনো যাবেনা মুছে-----------------সাবিনা ইয়াসমিন জানিনা কি ভেবে কাছে নিয়েছিলে-------------সাবিনা ইয়াসমিন দয়াল তোমার নামের তরী বাইয়া--------------সাবিনা ইয়াসমিন কি আনন্দ নিয়ে এ কী সুর বাজিয়ে-------------সাবিনা/মাহমুদুন্নবী আহা কী যে সুন্দর হারিয়েছে অন্তর-------------সাবিনা/বশীর আহমেদ যা রে যাবি যদি যা (পিন্জর খুলে দিয়েছি)-----বশীর আহমেদ আমাকে পোড়াতে যদি এত লাগে ভাল---------বশীর আহমেদ আমি এক নিঢ়ারা ঝড়ের পাখি------------- -আব্দুল জব্বার ব্যাথার আগুন যদি-------------------------আব্দুল জব্বার হায়রে আমার মন মাতানো দেশ--------------রুমানা খান জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু--------নিলুফার ইয়াসমিন আগুন জ্বলেরে,নেভানোর মানুষ নাই----------নিলুফার ইয়াসমিন পথে পথে দিলাম ছড়াইয়া রে----------------কলিম শরাফি দিন যায় কথা থাকে------------------------সুবীর নন্দী নেশার লাঠিম ঝিম ধরেছে------------------সুবীর নন্দী হায়রে কথায় বলে,গাছের বেল পাকিলে-------রথীন্দ্রনাথ রায় শ্যামল বরন মেয়েটি------------------------খান আতা এ তালা ভাঙবো আমি কেমন করে-----------খান আতা সোনা রোদে ভরা এ-------------------------খান আতা দুনিয়া বড় এলোমেলো-----------------------খান আতা সব সখী রে পার করিতে --------------------আব্দুল আলীম/সাবিনা । এরকম আরও কিছু গান। যাই হোক,খান আজ থেকে ১২/১৩ বছর আগে সবাইকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন।

কিন্তু রেখে গেছেন কালজয়ী কিছু গান। কালের চক্রে হয়তোবা ধীরে ধীরে একসময় তার সৃষ্টি করা গানগুলো ও সবাই ভুলে যাবে। তবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিনই ঘুরে ফিরে আসবে ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারী অথবা ২৬শে মার্চ। রেডিও টেলিভিশনে বাজবে তার অমর সৃষ্টি "এক নদী রক্ত পেরিয়ে, বাংলার আকাশে রক্তিম সুর্য্য আনলে যারা, তোমাদের এই ঋন কোনদিন শোধ হবে না"..তখন ক্ষনিকের তরে হলেও মনে করিয়ে দেবে সেই বহুমুখী প্রতিভার বিরল ব্যাক্তিত্ব খান আতাউর রহমানকে। সেটা শাহনাজ রহমত উল্লাহ হোক আর অন্য কোন শিল্পীর কন্ঠেই হোক।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।