আমাদের কথা খুঁজে নিন

   

মামু, কলা খাবি? -ছিলা আছে তো! (উৎসর্গ: বি এন পি )

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!
সরকারের আজ্ঞাবহ ও পদলেহী এ নির্বাচন কমিশন আর এক মুহুর্ত ও না। এমনিতর জ্বালাময়ী ভাষনের প্রণোদনা দীপ্ত বিশাল মিছিলটা বাংলামোটরে আসতে না আসতেই তেল ফুরিয়ে গেল! বিশেষ করে ভুড়িঁ সর্বস্ব নেতারা (ও নেত্রীরা) আর পারলেন না। সাদেক হোসেন খোকাতো শেষতক মোটর বাইকে চড়ে বসলেন পদযাত্রায় গিয়ে! যাকগে এ যাত্রায় বেচে গেলেন প্রাগুক্ত পদলেহী কমিশনার ত্রয়! বৈশাখের খরতাপে এত কস্টকর রাজনীতি করা পোষায় না- যে যাই বলুক। আসলে এটাই নিখাদ বি এন পি। তাত্ত্বিকভাবে বি এন পি কে ব্যাখ্যা করার চেয়ে এ একটি উদাহরন যথেস্ট।

বি এন পি মূলত সরকারীদল! নানান অঘটনের ফলাফল হিসেবে রাজনীতির আকাশে ঝড়ে বক মরার ন্যায় জিয়া ও বি এন পি আবির্ভুত হন সরকার হিসেবে। আর সরকার মানেই হালুয়া, রুটি, দুধ, মধুর ছড়াছড়ি! কে না তাতে ভীড়তে চায়! হয়েছেও তাই ভীড়েছে আওয়াম, ভীড়েছে বাম, রাম, সীতা, রাবন সকলেই। আল্লাহর আইনের ইসলাম থেকে বৃহত্তর ইসলামী উম্মাহর মৃদু সংস্করন পার হয়ে বাংলাদেশী জাতীয়তাবাদী। পাড়ঁ আওয়ামীলীগ ভীড়ভাট্টায় সুবিধা করতে না পেরে ছি: ছি: বাকশাল বলে কোরাস তুলে ঢুকে পড়েছে আরেক কোনে। ঠিকাদারী, প্লট, প্রমোশন, সর আছে এমন পদে পোস্টিং য়ের আজন্ম নেশাখোর ঢুকে পড়েছে 'ভারতীয় চক্রান্ত....' এ ধরনের প্রলাপ বকতে বকতে।

এভাবেই বিরাট বিশাল মহীরুহ বি এন পি। প্রশ্ন উঠতে পারে তবে এত ভোট পেল যে দফায় দফায়? পাবেই তো। জনতা কাকে ভোট দেবে? আওয়ামীলীগনামক সাক্ষাৎ দানবকে ঠেকাতে আর কি 'মোক্ষম অস্ত্র' নিরস্ত্র জনতার কাছে আছে? কিছু চাই না- রোজগার করতে পারলে শুধু দু বেলা খেয়ে নিজের কুড়েঁঘরে ঘুমোবো। এনালগ, ডিজিটাল, পাকিস্তান, ভারত কিছুই চাইনা; চাইনা নানাবিধ সপ্ন বা সপ্নদোষের উৎপাত; চাই না রসগোল্লা। আওয়ামীলীগ এটুকু তুচ্ছ চাওয়াতেও বাধা দেয়! বাড়ির চালে ঢিল মারে! আর এভাবেই অনায়াসে গাছে উঠে বি এন পি।

উঠতে না উঠতেই ফালু, লালু, সালুরা মৌ মৌ গন্ধে আবার হাজির। খালেদা জিয়াকে একটা ছোট্ট প্রশ্ন করি- হারিস চৌধুরী কোথায়? মিছিলে তাকে দেখিনা কেন? ঠিক কি কারনে কোন অবদানে বা কোন যোগ্যতায় তাকে জাতীর ২য় ক্ষমতাবান ব্যক্তি বানিয়েছিলেন? ইনাম চৌ, মোফাজ্জল করিম? 'ভাল ছাত্র'দের দিয়ে আপনি বয়স্ক পাঠশালা খোলেন। বিশ্বব্যাংকের চাকুরে ওসমান সাহেবকেও ওখানে নিয়োগ দেন। কিন্তু মিছিলে আশা করেন কি করে? শৈশব, কৈশোর, যৌবনের কোন পর্যায়ে যারা নখ দিয়ে একটা নাড়া (ধান গাছ কাটার পর অবশিস্টাংশ) ছিড়েন নি তারা বৈশাখের খরতাপে মিছিল করবেন, চিকা মারবেন, পোস্টার সাঁটাবেন, মিটিং করবেন, প্রয়োজনে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হবেন- এটা আশা করাও আহাম্মকি। ইতোপুর্বে জামায়াত নামক কলুরবলদ দলটি বি এন পির মিছিলে মাগনা লোক সাপ্লাই দিত, আখেরাতে সওয়াবের লোভ দেখিয়ে।

এখন সে দিন ও নেই। চাচা আপন প্রান বাচা! বি এন পি নিয়ে আগের পোস্ট:http://www.somewhereinblog.net/blog/palalikman/28934427
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।