আমাদের কথা খুঁজে নিন

   

দেখুননা পুলিশ কেমন হাইজ্যাকার

Shahin85bd@gmail.com

আমার রুমমেট সাগর ভাই গতকাল রাত ১২.৩০টায় দোকান থেকে হেটে বাসায় ফেরার পথে মগবাজার মোড়ের কাছে পুলিশ বন্ধু (পুলিশ নাকি জনগনের বন্ধু)দের সাথে সাক্ষাত ঘটল। সাগর ভাইকে রাস্তায় একা পেয়ে তারা পিকাপে তুলে রমনা থানায় নিয়ে গেল। গাড়িতে পুলিশরা তাকে জেরা শুরু করল, বিশ্রি ভাষায় বলল, তুই বেশ্যার দালাল, নয়তো এতরাত রোড়ে কি করছিলি? সাগর ভাই অনেক বুঝিয়ে বলল আমি মোবাইলের কাজ করি,প্রতিদিনই দোকান থেকে বাসায় ফিরতে রাত ১২টা/১টা বেজে যায়। এক পুলিশ তাকে পরীক্ষা করার জন্য তার নষ্ট মোবাইলটা ঠিক করে দিতে বলল। মোবাইলটা মেরামত করার পর ওদের বিশ্বাস হল।

তবু একজন বলল,তোর কাছে কতটাকা আছে? সাগর ভাই বলল, আজ ৫০০টাকার মত কাজ করেছি সেটাকাই আছে। পুলিশ বলল সেখান থেকে ৩০০ টাকা দিয়ে দে নয়তো কাল কোটে চালান করে দেব,তুই বেশ্যার দালাল। প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত ৩০০টাকা পুলিশকে দিয়ে সাগর ভাই ছাড়া পেলেন। বাসায় এসে ঘটনাটা আমাদের বললেন। এধরনের ঘটনা আমরা অনেক শুনেছি।

কয়েক দিন আগে আমাদের পাশের বাসার এক ছেলের কাছ থেকে পুলিশ দুটা দামি মোবাইল সেট নিয়ে গেল। রাস্তায় একা পেয়ে পুলিশ ছেলেটিকে ধরে বলল, তুই নিশ্চয় সেট দুটি চুরি করে এনেছিস, সেট দে নয়তো কোটে চালান করে দেব। দেখলেন তো পুলিশ আমাদের কেমন বন্ধু, সুতরাং পুলিশ(হাইজ্যাকার) থেকে সাবধান!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।