আমাদের কথা খুঁজে নিন

   

স্যামসাংয়ের নতুন ফ্যাবলেট

এপ্রিলে স্যামসাং ঘোষণা করেছিল, তারা ৬.৩ ইঞ্চি গ্যালাক্সি মেগা নিয়ে আসবে। যেটি হবে স্যামসাংয়ের সবচেয়ে বড় পর্দার স্মার্টফোন ও ট্যাবলেটের সংমিশ্রণ বা ফ্যাবলেট। স্যামসাংয়ের ৫.৫ ইঞ্চির গ্যালাক্সি নোট টুকে পেছনে ফেলে এবার সবচেয়ে বড় পর্দার স্মার্টফোন হিসেবে ফ্যাবলেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।
সাদা এবং কালো এ দুই রংয়ে ফ্যাবলেটটি পাওয়া যাবে। এতে রয়েছে ১.৭ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ১.৫ জিবি র‌্যাম ও ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ। সঙ্গে রয়েছে ৬৪ জিবি মাইক্রোএসডি মেমোরি ব্যবহারের সুযোগ। এর পেছনে আট মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেমে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.