আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর করা মামলার কারণে ছাত্রলীগ কর্মীর কাছে সব একাডেমিক কাগজপত্র খোয়াল এক সাধারণ ছাত্র

আমি এক যাযাবর....

জসিম নামের এক ছাত্রের একাডেমিক সব কাগজপত্র ছিনিয়ে নিয়েছে প্রিন্স নামের এক ছাত্রলীগ কর্মী। গত ২৬ এপ্রিল তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন শ্যাডোর কাছে অকস্মাৎ জসিম নামের ওই ছাত্রের ওপর হামলে পড়ে প্রিন্সসহ আরো কয়েকজন ছাত্রলীগ কর্মী। তারা তার হাতে থাকা ব্যাগটি কেড়ে নেয়। ওই ব্যাগে জসিমের এসএসসি, এইচএসসি এবং অনার্সের নম্বরপত্র, জার্মানি যাবার প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ছিল। জানা গেছে, শহিদ নামে জসিমের এক ক্লাসমেট বন্ধু তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রিন্সের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেছিল।

জুনিয়র হওয়া সত্ত্বেও বেশ তিন বছরের সিনিয়র শহিদকে প্রচণ্ড মারধোর করায় ওই মামলা করেছিল শহিদ। জসিমকে বাগে পেয়ে প্রিন্স তাকে চড় থাপপর দিয়ে হুমকি দেয় যে, জসিমের বন্ধু শহিদ যদি তার মামলা তুলে না নেয় তাহলে জসিমের সব কাগজপত্রে আগুন দেয়া হবে! সাথে সাথে সে বলে, জসিম যেন এ ঘটনা পুলিশকে কিংবা প্রক্টরকে না জানায়। জানালে তাকে দেখে নেবার হুমকিও দেয় প্রিন্স। এদিকে জসিম এই ঘটনায় পুলিশের কাছে জিডি করেছে বলে জানা গেছে। তবে তাকে অব্যাহত হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছে সে।

উল্লেখ্য, এই প্রিন্স ঢাবির জসিম উদ্দিন হলের ছাত্র। জুনিয়র হয়েও সিনিয়রদের মারপিট করার কারণে হলে তাকে সকলেই চেনে। ছাত্রলীগের নেতারা বড়দের মারধোরে তাকে ব্যবহার করে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।