আমাদের কথা খুঁজে নিন

   

এটি কোন দাবী নয়, নয় কোন প্রস্তাব :: এটি একটি আবেদন

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...

কোন দাবী নিয়ে এই পোস্ট লিখছিনা। গতকাল ব্লগার নাঈমের জন্মদিনে দীপ আহসানের দেয়া পোস্ট ও পোস্টের মন্তব্য দেখে এই পোস্ট দেয়া। ব্লগকে আমরা একটি পরিবার হিসেবে দেখি। এই বিশাল পরিবারে বিভিন্ন পালা-পার্বনে শুভেচ্ছা জানানো; বিশেষ করে জন্মদিনে প্রিয় ব্লগারকে উইশ করা একটি পুরোনো রীতি, আর ভালবাসা-ভাললাগা থেকেই এমনটি করা। জন্মদিনের শুভেচ্ছামূলক পোস্টগুলোর সাহিত্যমূল্য নেই।

কিন্তু আবেগের মূল্য আছে। যাকে উইশ করা হচ্ছে, যে পোস্ট দিয়ে উইশ করলো আর যে এই পোস্টের মাধ্যমে উইশ করছে তাদের সবার আবেগ জড়িয়ে থাকে এমন একটি অকারণ পোস্টে। সুন্দর মন্তব্য হয়, হয় ভাববিনিময়, আড্ডা। বিভিন্ন সময়ে মডারেশনের ফলে যে ব্লগাররা ব্যান হয়েছেন তাদের এমন আবেগী, আপাত মূল্যহীন পোস্টগুলো কোনভাবে, কোন বিশেষ প্রক্রিয়ায় কতৃপক্ষ ফেরত দিতে পারেন কিনা একটু ভেবে দেখবেন। বিনীত- জে'স শ্যাডো সবাইকে ধন্যবাদ, শুভ ব্লগিং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।