আমাদের কথা খুঁজে নিন

   

লাইব্রেরীর পতন ও উদ্বোধন

অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

আমরা ক'জন অনেকদিন ধরেই ভাবছি এলাকায় কি করা যায়। একটা ভালো কাজ করার ইচ্ছে জাগছে মনের মধ্যে। অনেকদিন আগে আমি একটি লাইব্রেরী প্রতিষ্ঠার চেষ্টা করেছিলাম। ছাত্রাবস্থায় আর্থিক সহযোগিতার পাশাপাশি অন্যান্য সহযোহিতার জন্য এলাকার বিশিষ্টজন (রাজনীতিবিদ)দের কাছে গেলাম। খুব ভালো ভালো কথা বললেন, অনুপ্রেরণা দিলেন।

আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি জায়গা নির্বাচন করে অন্য সদস্যরা মিলে মাটি উঠালাম লাইব্রেরীর জন্য একটি ঘর তৈরি করতে। একটি সাইনবোর্ড টাঙ্গালাম। স্থানীয় এমপি এলাকায় একটি প্রোগ্রামে আসলে আমাদের লাইব্রেরীটা উদ্বোধন করানোর জন্য চেষ্টা করলাম। এমপি মহোদয় এসে লাইব্রেরীর উন্নয়নকল্পে বেশকিছু সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। টাকা নাকি স্থানীয় রাজনৈতিক নেতার কাছে এসেছিল আমরা তার কিছুই পায়নি।

এভাবে অর্থাভাবে লাইব্রেরীর কার্যক্রম চলছিল। একটি কমিটি হয়েছিল। কোন প্রকার রাজনৈতিক বিবেচনা না করে স্থানীয় এক ভাইকে সভাপতি করলাম। তিনি লাইব্রেরী নিয়ে রাজনৈতিক ও ব্যক্তিগত সুবিধা আদায়ের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সময় দিতে পারলেন না লাইব্রেরীর উন্নয়নকল্পে।

নস্যাৎ হয়ে গেল একটি লাইব্রেরী তৈরীর সাধ। তাই পড়াশোনা শেষ করে যখন চাকুরী পেলাম, আর সমর্থবান বন্ধুরা চাইছিল এলাকায় কিভাবে ছাত্রছাত্রীদের সহযোগিতা করা যায়। আমাদের মনে বিশ্বাস এই যে, ছাত্রছাত্রী হল আগামী প্রজন্মের ধারক ও বাহক। এদের একটি ভালো পজিশনে নিয়ে যেতে পারলে এলাকার পরিবর্তন খুবদ্রুত হবে। পশ্চাদপদ একটি গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগবে।

এবার লাইব্রেরী করলাম সদর একটি যায়গায় বড় আকারে। আমাদের কমিটি হল এবার খুব শক্তিশালী। সমাজের উন্নয়নে নিবেদিত প্রাণ একঝাঁক তরুণ নিয়ে এবার কমিটি করা হল। আমরা সেখানে লাইব্রেরীর পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতাম। কিভাবে ভাল ছাত্র হওয়া যায়, কিভাবে চাকুরীর পরীক্ষায় ভালো করা যায় ইত্যাদি নিয়েও কাজ করতাম।

আমাদের উত্তোরত্তোর সাফল্য দেখে এলাকায় আমাদের জন সমর্থন বেড়ে গেল। এটা একটি শ্রেণীর পছন্দ হল না। তারা নিজেরা কখনই এধরনের কাজ করবে না আবার কেউ করলে নানা অযুহাতে বাঁধা দেবার চেষ্টা করবে। একবার জাতীয় রাজনীতির নোংড়া থাবায় ভেঙ্গে ফেলা হলো আমাদের একটি স্বপ্ন। ভেঙ্গে ফেলা হল শত ছাত্রছাত্রীর কাঙ্খিত আলোচনার যায়গা।

আজও আমাকে বলে, ভাই আপনার সাধারণ জ্ঞানের ক্লসটি খুব ভালো ছিল। আমাদের অনেক উপকার হত। আমাদের মধ্যে অনেকেই আপনার এই প্রোগ্রামের ফলে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূল পরীক্ষায় ভালো করছে। ভাই, যদি আবার এ প্রোগ্রামটা শুরু করতেন। আমাদের লাইব্রেরী যারা ভেঙ্গে দিল তারা আবার একটি লাইব্রেরী করল নিজেদের প্রভাব বিস্তার করতে।

খুব সম্প্রতি আরও একটি লাইব্রেরী উদ্বোধন হল। বাংলার প্রতি ঘরেঘরে লাইব্রেরী হোক এ আমি চাই। আমরা যে উন্নয়নের স্বপ্ন দেখি তাতো একটি লাইব্রেরী ভেঙ্গে দেওয়া ও একটি লাইব্রেরী উদ্বোধনের মধ্যে দিয়ে আসবে না। উন্নয়ন ধারণাটি বিভিন্ন প্রকার উন্নয়নমূল কর্মকাণ্ডের মধ্য দিয়ে আসবে। সমাজের যে কাজটা ভালো তাকে ভালো বলার এবং সক্রিয় সহযোগিতা করার সৎ সাহস থাকতে হবে।

তবেই আমরা প্রকৃত উন্নয়নের সন্ধান পাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.