আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বানানো একটা প্রোগ্রাম এবং কিভাবে লাইভ টিভি প্রোগ্রাম বানাতে হয় তার বর্ণনা ..........

Everything in the world has an expirary date, even relationship.

আজকের এই পোষ্টটা ডেডিকেট করছি ব্লগার নুভান ভাইকে। তার লেখা ভালোবাসার একটি ছোট্ট গল্প দিয়ে এই প্রোগ্রামটি বানাতে চেয়েছিলাম। কিন্তু প্রোগামটা বাচ্চাদের জন্য নির্মিত হওয়ায় তার গল্পটা দিয়ে বানাতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই প্রোগ্রামটি একসাথে তিনটা ক্যামেরায় সিন্গেল শটে নির্মিত। এ ধরণের টিভি প্রোগ্রাম(স্টোরি টেলিং, লাইভ সাক্ষাতকার, কুইজ কম্পিটিশন, লাইভ যেকোনো অনুষ্ঠান ......) সিংগেল শটে বানানো হয়।

এজন্য প্রয়োজন উপকরণসহ নিম্নোক্ত কয়েকটি চরিত্রের: ১। অ্যাক্টর/প্রেজেন্টার: যারা অনুষ্ঠানটিতে অংশগ্রহন করবে। ২। ক্যামেরা অপারেটর: হাই রেজুলেশনের ক্যামেরা সহ অপারেটর লাগবে ৩-৪ টি। বিভিন্ন ক্যামেরা বিভিন্নজনকে ফোকাস করবে বিভিন্ন অ্যান্গেলে (লং শট, ক্লোজ শট, মিডিয়াম ক্লোজ শট, ওয়াইড শট ....)।

৩। অটোকিউ অপারেটর: উপস্থাপক যে কথাগুলো বলবে তা সেভ করা থাকবে একটা কম্পিউটারে। অটোকিউ অপারেটর তা পর্যায়ক্রমে ডিসপ্লের মাধ্যমে শো করবে উপস্থাপকের সামনে। *** কুইজ কম্পিটিশন হলে ভয়েস-ওভার ও স্কোরিং কাউন্টের কাজ অটোকিউ অপারেটর করবে। ৪।

ফ্লোর ম্যানেজার: শুটিং ফ্লোর পুরাটা কন্ট্রোল করবে ফ্লোর ম্যানেজার। মাইক্রোফোনে ইডিটিং প্যানেলের সাথে যোগাযোগ করা এবং কমান্ড আদান-প্রদান করা তার কাজ। ৫। সাউন্ড ইন্জিনিয়ার: সাউন্ড ইন্জিনিয়ার ইডিটিং প্যানেলে বসে সাউন্ড কন্ট্রোল করবে এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রোভাইড করবে। ৬।

লাইটিং কন্ট্রোলার: শুটিং স্পটের লাইটিং কন্ট্রোল করা হয় ইডিটিং প্যানেল থেকে। লাইটিং কন্ট্রোলার লাল-নীল বিভিন্ন লাইট এবং ডার্কনেস কন্ট্রোল করবে। ৭। সাব ডিরেক্টর: সাব ডিরেক্টর রেকোর্ডিং এবং বিভিন্ন ক্যামেরার সিকুয়েন্স চেন্জিং এর কাজ করবে। ৮।

ডিরেক্টর: ডিরেক্টর স্ক্রিপ্ট দেখে মাইক্রোফোনের মাধ্যমে সবাইকে কমান্ড করে মূল অনুষ্ঠান পরিচালনা করবে। ..... খুব সংক্ষেপে বলতে গেলে এভাবেই নির্মাণ করা হয় একটা সাকসেসফুল লাইভ টিভি প্রোগ্রাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.