আমাদের কথা খুঁজে নিন

   

ধমনি তৈরীর নতুন পদ্ধতির সাহায্যে হৃদরোগের জৈব বাইপাস সম্ভব হবে

লেখক/কবি

ধমনি তৈরীর নতুন পদ্ধতি আবিষ্কারের কারনে অপারেশন ছাড়াই করোনারি আর্টারি অসুখ সমুহের চিকিৎসা দেয়া যাবে। সমপ্রতি ইয়েল স্কুল আব মেডিসিন এর গবেষকদের কাছ থেকে জানাযায় জার্নাল অব ক্লিনিক্যাল ইনভেস্টিগেসন পত্রিকার এপ্রিল সংখ্যায় এসম্পর্কিত বিস-ারিত একটি প্রতিবেদন প্রকাশিত হবে। হৃদপিন্ডে অক্সিজেন সরবরাহকারী এ করোনারি ধমনি গুলো প্ল্যাক জমার কারনে বন্ধ হয়ে হৃদরোগের জন্ম দিতে পারে। সময়ে এসব ব্লক থেকে বুকে প্রচন্ড ব্যাথা অথবা হার্ট এটাক দেখা দেয়। এক সঙ্গে অনেক গুলো কৌশিক নালিতে প্ল্যাক জমতে পারে।

এরকম মারাত্নকভাবে বন্ধ হয়ে যাওয়ার কারনে করনানি ধমনির বাইপাস প্রতিস'াপন অপারেশনের দরকার হয়। এটি খুব বড় ধরনের একটি অপারেশন। বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিষয়ক প্রধান মাইকেল সিমন বলেন সফলভাবে জন্মানো নতুন ধমনি বাইপাস হতে যাওয়া রোগীর জন্য জৈবিক বিকল্প খুলে দিবে। অতিতে গবেষকেরা নতুন করে ধমনি জন্মাতে কোষের বৃদ্ধি দ্রুততর করে এমন উপাদানের ব্যাবহার করেছেন। কিন' এধরনের পদ্ধতিতে সফল হওয়া যায়নি।

সিমন এবং তার দল ইঁদুর এবং জেব্রা ফিসের ওপর পরীক্ষা করেন। এসময় তারা ইআরকে১/২ এবং পি১৩কে সাঙ্কেতিক পথ অনুসর ও এদের মাধ্যমে ধমনি গঠনে উত্তেজনা দেবার বিষয়ে পর্যবেক্ষণ করেন। সিমন বলেন আমরা এই দু ধরনের সঙ্কেতিক পথের মাঝে সংযোগ দেখতে পেয়েছি। সঙ্কেতিক এ পথের অর্ধেক অন্যটিকে বাধাদেয়। পি১৩-কাইনেজ এর মত ওষুধ ব্যবহার করে আমরা ধমনী বৃদ্ধি করতে পেরেছি।

এতে কোন বৃদ্ধি জনিত নিয়ামকের ব্যবহারের দরকার হয়নি। সোহরাব সুমন ংড়যৎধনংঁসড়হ@মসধরষ.পড়স ধমনি তৈরীর নতুন পদ্ধতি আবিষ্কারের কারনে অপারেশন ছাড়াই করোনারি আর্টারি অসুখ সমুহের চিকিৎসা দেয়া যাবে। সমপ্রতি ইয়েল স্কুল আব মেডিসিন এর গবেষকদের কাছ থেকে জানাযায় জার্নাল অব ক্লিনিক্যাল ইনভেস্টিগেসন পত্রিকার এপ্রিল সংখ্যায় এসম্পর্কিত বিস-ারিত একটি প্রতিবেদন প্রকাশিত হবে। হৃদপিন্ডে অক্সিজেন সরবরাহকারী এ করোনারি ধমনি গুলো প্ল্যাক জমার কারনে বন্ধ হয়ে হৃদরোগের জন্ম দিতে পারে। সময়ে এসব ব্লক থেকে বুকে প্রচন্ড ব্যাথা অথবা হার্ট এটাক দেখা দেয়।

এক সঙ্গে অনেক গুলো কৌশিক নালিতে প্ল্যাক জমতে পারে। এরকম মারাত্নকভাবে বন্ধ হয়ে যাওয়ার কারনে করনানি ধমনির বাইপাস প্রতিস'াপন অপারেশনের দরকার হয়। এটি খুব বড় ধরনের একটি অপারেশন। বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিষয়ক প্রধান মাইকেল সিমন বলেন সফলভাবে জন্মানো নতুন ধমনি বাইপাস হতে যাওয়া রোগীর জন্য জৈবিক বিকল্প খুলে দিবে। অতিতে গবেষকেরা নতুন করে ধমনি জন্মাতে কোষের বৃদ্ধি দ্রুততর করে এমন উপাদানের ব্যাবহার করেছেন।

কিন' এধরনের পদ্ধতিতে সফল হওয়া যায়নি। সিমন এবং তার দল ইঁদুর এবং জেব্রা ফিসের ওপর পরীক্ষা করেন। এসময় তারা ইআরকে১/২ এবং পি১৩কে সাঙ্কেতিক পথ অনুসর ও এদের মাধ্যমে ধমনি গঠনে উত্তেজনা দেবার বিষয়ে পর্যবেক্ষণ করেন। সিমন বলেন আমরা এই দু ধরনের সঙ্কেতিক পথের মাঝে সংযোগ দেখতে পেয়েছি। সঙ্কেতিক এ পথের অর্ধেক অন্যটিকে বাধাদেয়।

পি১৩-কাইনেজ এর মত ওষুধ ব্যবহার করে আমরা ধমনী বৃদ্ধি করতে পেরেছি। এতে কোন বৃদ্ধি জনিত নিয়ামকের ব্যবহারের দরকার হয়নি। সোহরাব সুমন ংড়যৎধনংঁসড়হ@মসধরষ.পড়স

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।