আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্রামের প্রত্যয়ে



আকাশকে আজকাল আর কাঁদতে দেখিনা সে হাসে সম্ভবত সে হাসির মধ্যে আছে বিদ্রুপের শ্লেষ আর অবজ্ঞায় মুখ কুচকানো অথচ লোকেরা কবির আকাশকে দি্য়ে বিশালতার উপমা আঁটে, কাব্যের প্রেরনা আঁটে। আমি বোধহয় হেরে গেছি কিংবা হয়ে গেছি বিভ্রান্ত। যেমন আমার প্রভু বলেন, বিভ্রান্ত হলেই নাস্তিক্যবাদ গ্রহন করে, না আমি নাস্তিক নয়, বংশগত বা নিজস্বতায় তবুও আমার হ্রদয়ে আঁকি পরম নির্ভরতার চিত্র। হায় জীবন, নির্ভরতার রশ্মি খুলে পড়ে যাক। আর আমি একটু বিশ্রাম নিই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।