আমাদের কথা খুঁজে নিন

   

ইশ .. আর একটুর জন্য ..

পথের মানুষ একলা মানুষ , কোন কিছুতেই আমার কিছু যায় আসে না ..

এই কথাটা কিছুদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সাথে সমার্থক হয়ে গেছে । গত ১ বছর ধরে বাংলাদেশের জয় বলতে জিম্বাবুয়ের সাথে ২ টা সিরিজ আর খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের সাথে কোনও রকমে ১ টা টেস্ট আর ১ টা ওয়ানডে সিরিজ জেতা । আর ২০-২০ এর কথা নাইবা বললাম । টি-২০ তে আমাদের এমনই দুরবস্থা যে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ এমনকি দূর্বল আয়ারল্যান্ডও আমাদের হারিয়ে দেয় । অথচ জিম্বাবুয়ে পর্যন্ত উন্নতি করে ফেলছে ।

তারা পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ওয়ানডে তে হারিয়েছে , আর টি-২০ তে তো অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মত দলকেও হারিয়েছে । এই পর্যন্ত পড়ে অনেকেরই হয়ত মনে হতে পারে যে আমাদের দলের বোধহয় অনেক খারাপ অবস্থা । কিন্তু বাস্তবে কিন্তু তা নয় । গত ১-২ বছরে বাংলাদেশ যত বড় দলের সাথে হেরেছে তার কমপক্ষে ৯০% খেলায় আমাদের জেতার মত অবস্থা ছিল । কোনটায় হয়ত আমাদের ছোট কিছু ভুল , যেমন ১টা লুজ বল বা ১টা বাজে শট , অথবা বিপক্ষ দলের কারও অতিমানবীয় কোন ব্যাটিং বা বোলিং , অথবা ২ টার কোনটাই যখন না হয় তখন বিপক্ষ দলের হয়ে দাঁড়িয়ে যান স্বয়ং আম্পায়ার ।

কিন্তু খেলা শেষে কারও এসব কথা মনে থাকে না । খেলা শেষে জয়টাই বড় হয়ে দাঁড়ায় । এই একটা জিনিসই আমরা পাচ্ছিনা । যেমন কালকের খেলাটার কথাই ধরা যাক । খেলাটা যেহেতু ছিল টি-২০ তে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশ আর টি-২০ এর সবচেয়ে সফল দল পাকিস্তানের সাথে , তাই বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মানুষের মধ্যে আশা থাকলেও সংশয় ছিল ।

খেলা যখন শুরু হল তখন বাংলাদেশের বোলিং আর ফিল্ডিং দেখে বেশিরভাগ মানুষই আশা ছেড়ে দিয়েছিলেন । কিন্তু কে জানত যে এই সময় আমাদের দুই অফ-ফর্ম ব্যাটসম্যান এইভাবে দাঁড়িয়ে যাবে ? কিন্তু ওই যে - ভাগ্য খারাপ । পুরো খেলাটা হাতের মুঠোয় এনে যখন শুধু ফিনিশিং টাচ দেওয়া বাকি - ঠিক তখনই তারা আউট হয়ে গেলেন । আর শেষ মুহূর্তে যখন কোন দলের মোমেনটাম এভাবে থেমে যায় - তখন আর কিছুই করার থাকে না । আমাদের তাই আর সব কিছুই হয় শুধু জয়টাই আসে না ।

খেলা শেষে খালি থাকে স্বান্তনা আর প্রতিপক্ষের পিঠ চাপড়ানি । আর আমাদের থাকে আক্ষেপ - ইস !! যদি এইটা এইভাবে না হয়ে অন্যভাবে হত !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।