আমাদের কথা খুঁজে নিন

   

আক্ষেপের উন্মেষ

উচ্ছৃঙ্খল আমি

কখনো যাইনি আমি সন্ধ্যাহ্মণে; বাড়ীফেরা পাখিদের কলরব শুনতে......... কখনো চাইনি আমি, বিকেলের লালিমায় অবগাহন করে সজীবতার আবেশ নিতে। কখনো দেখিনি আমি, বৃষ্টিক্ষণে; কারো বাড়ানো হাতে বৃষ্টি পড়ছে………………… কখনো ছুঁইনি আমি কাঁশফুল শুভ্রতার পরশ ; নিয়ে এলোমেলো পায়ে দৌড়ে যেতে... কখনো হাঁটিনি আমি, পূর্ণিমার আলোয়; কারো কথা ভেবে ভেবে চাঁদ দেখতে দেখতে কখনো হাসিনি আমি; ঘাসে পরা শিশিরগুলোকে হাতে নিয়ে আলতো করে গালে মিশিয়ে দিতে দিতে... কারণ- আজ আমি অনুভূতিহীন, পৃথিবীর নির্মম খেলায়……অপলক মলিন। পুর্ণ ঘরকে শূন্য মনে করি আজ, স্মৃতিকে বিস্মৃতি বলে সান্তনা দেই হৃদয় মাঝ। অস্ফূট এক হাহাকারের ডাক শুনি এই মনে…… বলি এই ‘মানব’কে কেন তুমি এমন হলে ? কেন তুমি বুঝনা হৃদয়ের আনন্দ? বুঝনা তুমি কোনটি সত্য-শাশ্বত! হ্যাঁ........................ তুমি মানুষ বলেই হয়তবা এমন, ভুল কর,মজা লুট,পার্থিব মজায় মগন। অমৃতকে কর গরল,গরলকে অমৃত ধ্বংস কর সুন্দর,কুৎসিতকে কর আলিঙ্‌গন । তোমাদের মন আজ নেই তো মন, ‘মন’ নাম নিয়ে সে তো আজ পশুবৃত্তির আলাপন। তাই তো করি আজ আমি সত্য পথের অন্বেষণ, যেখানে থাকবে সত্য,শ্বাশত সুন্দরের বিচরন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।